আরও পড়ুন: বাড়ির গ্যারেজ থেকে শুরু, ৩৮ বছরের দুর্গাপুজো তাক লাগাচ্ছে গোটা ইন্দোনেশিয়ায়!
এদিন অবশ্য বিষয়টি নিয়ে বিজেপিকে তুলোধনা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের প্রথম কর্মীসভাতেই মমতা বলেন, 'মুর্খের দল জানে না। ঘোষণা তো করেছে মুখ্যসচিব। এসব বিষয় তো মুখ্যসচিব ঘোষণা করতেই পারে। ওরা বাঘ হলে আমিও বুনো ওল। আমি কি এটুকু জানি না যে নির্বাচন ঘোষণা হলে নতুন কিছু ঘোষণা করা যায় না?' এদিন বিজেপির বিরুদ্ধে পুজো নিয়ে একগুচ্ছ অভিযোগ করেছেন মমতা। পাল্টা দিতে সময় নেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'পুজো নিয়ে জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুনব না। কোনও ক্লাব সাহায্য চায়নি। উনি নিজের ছবি লাগানোর জন্য, ক্লাবগুলোকে কিনে নেওয়ার জন্য এমন করছেন!'
advertisement
অপরদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপেই ভবানীপুরে উপ-নির্বাচন ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। প্রত্যেক বিধানসভাতে ৮-১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভবনা রয়েছে। ভবানীপুর উপনির্বাচনে একজন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাঁর নাম এন অশোক বাবু। সামসেরগঞ্জ, জঙ্গীপুরেও আসছেন একজন পর্যবেক্ষক। তাঁর নাম সঞ্জয় কুমার। এছাড়াও আসবে সাধারণ পর্যবেক্ষকও। প্রতি বিধানসভায় কম পক্ষে দুজন করে পর্যবেক্ষক থাকবেন।