বৈঠকে শুরুতেই মুখ্যসচিব জেলাশাসকদের সতর্ক করে বলেন আগামিকালের বনধ নিয়ে সতর্ক থাকতে হবে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে নজর দিতে হবে। বনধ মোকাবিলা করতে সব রকমের ব্যবস্থা নিতে হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার-সহ পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও। নবান্ন সূত্রে খবর সেই বৈঠকে পুলিশকেও সব রকমের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব। যদিও এই বৈঠক চলাকালীন নবান্নে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
আগামিকাল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডিএ ইস্যুতে বনধের ডাক দেওয়া হয়েছে। বনধকে সমর্থন জানিয়েছেন বামেরা। ধর্মঘটের প্রভাব পড়তে পারে সরকারি দফতর, স্কুল - কলেজগুলিতে। এই আশঙ্কার কথা মাথায় রেখে নবান্নের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে এই বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আগামিকাল থেকে মাধ্যমিকের উত্তরপত্র বিতরণ করার প্রক্রিয়া শুরু হচ্ছে। উত্তরপত্র বিতরণ করার প্রক্রিয়াতে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অনুপস্থিতি না হয়, তার জন্য বিশেষ নির্দেশিকা গতকালই দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
গত ২০ ও ২১শে ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের কর্মবিরতি ডাকা নিয়ে নবান্নের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই দুদিন অনুপস্থিত থাকলে বেতন কাটার পাশাপাশি সার্ভিস রুলে উল্লেখ করা হবে বলেও নির্দেশিকা দেওয়া হয়েছিল। আগামিকালের বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রস্তুতি নবান্নের তরফে। যদিও বনধ মোকাবিলায় এখনও পর্যন্ত নবান্নের তরফে কোন নির্দেশিকা জারি করা হয়নি। তবে মনে করা হচ্ছে এদিন সন্ধ্যাবেলার মধ্যেই রাজ্যের অর্থ দফতর কোন নির্দেশিকা জারি করতে পারে। সবমিলিয়ে আগামিকালের বনধকে মাথায় রেখে নবান্নের তরফে এবার জেলাগুলিকেও বিশেষভাবে সতর্ক করা হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়