'ইন্টার্নাল অর্ডার' জারি করে এমনই নির্দেশ দিল নবান্ন। নিয়ম থাকলেও অনেকেই সম্পত্তির হিসাব ফি বছর দিচ্ছেন না। কিছুদিন আগে ইডির তালিকায় কয়েকজন আইপিএসের নাম উঠে এসেছে। কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে ওই অফিসারদের নাম উঠে এসেছে পরপর। এরপরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সম্পত্তির হিসাব দাখিল করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?
প্রসঙ্গত, এসএসসি কাণ্ডে ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে সিবিআই বাড়ি থেকে গ্রেফতার করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ, রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে কয়লা কাণ্ড নিয়ে তদন্তে জোর বাড়িয়েছে ইডি।
আরও পড়ুন: 'বীরভূমে ঢুকব না, দরকারে..', থাকার জন্য যে জায়গার কথা বললেন অনুব্রত, চমকে উঠল কোর্টরুম
ইডি-র নজরে রাজ্যের পুলিশ কর্তারা। ইডি সূত্রে খবর, রাজ্যের ৮ আইপিএস পদমর্যাদার অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির দফতরে তলব করা হয়েছে। ১৫ অগাস্টের পর এই মাসে বিভিন্ন দিনে তলব করা হয়েছে ওই ৮ আইপিএস অফিসারকে। ইডি সূত্রে খবর, ওই আইপিএস অফিসাররা হলেন, জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, তথাগত বসু, সিলভান মুরগান, স্যাম সিং, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়। ২১ থেকে ৩১ অগাস্টের মধ্যে এই পুলিশ কর্তাদের দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নবান্নের এই অন্তবর্তী নির্দেশিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।