কলকাতা: উন্নয়নমূলক কাজ নিয়ে আরও কড়া মনোভাব নবান্নের। উন্নয়নমূলক কাজে নজরদারির জন্য রাজ্যের ২৩ জেলায় ২৩ জন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করল নবান্ন। বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান-সহ প্রকল্পগুলিতে নজরদারি এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্য ২৩ জেলায় ২৩ জন সিনিয়র আইএস অফিসারকে বিশেষ দায়িত্ব নবান্নের।
advertisement
জেলায় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিভাবে শেষ করা যায়, তা নিয়ে জেলার সঙ্গে সমন্বয়ে সাধন করবেন সিনিয়র আইএএস অফিসাররা।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কাজের নজরদারি করবেন শান্তনু বসু, পশ্চিম মেদিনীপুর জেলায় মনীশ জৈন, পূর্ব মেদনীপুর জেলায় বিনোদ কুমার, পুরুলিয়া জেলায় সঞ্জয় বানসাল, ঝারগ্রাম জেলায় ছোটেন লামা, বাঁকুড়া জেলার রেশমি কমল, আলিপুরদুয়ার জেলায় কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলায় দুশ্যান্ত নারিয়ালা, দার্জিলিং জেলায় মৌমিতা গোদারা বাসু, কোচবিহার জেলায় রাজেশ কুমার সিনহা, কালিম্পং জেলায় সৌমিত্র মোহন,উত্তর দিনাজপুর জেলায় শুভাঞ্জন দাসকে দায়িত্ব দিল নবান্ন।
আরও পড়ুন: শিক্ষকদের চাকরি বহাল! প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে
পাশাপাশি, মালদা জেলায় পি উল গণাথান, মুর্শিদাবাদ জেলায় পিবি সেলিম, দক্ষিণ দিনাজপুর জেলার সুরেন্দ্র গুপ্ত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারায়ন স্বরূপ নিগম, হাওড়ায় অন্তরা আচার্য, নদিয়ায় রাজেশ পাণ্ডে, উত্তর ২৪ পরগনা জেলায় পারভেজ সিদ্দিকী, হুগলি জেলায় বীরভূম জেলায় শরৎ দ্বিবেদী,পূর্ব বর্ধমান জেলায় বন্দনা যাদব এবং পশ্চিম বর্ধমান জেলায় বরুণ কুমার রায়কে দায়িত্ব দিলো নবান্ন। নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব।
