TRENDING:

ডেঙ্গি মোকাবিলায় তৎপর রাজ্য, করা হল একগুচ্ছ পদক্ষেপ

Last Updated:

ফের ডেঙ্গি নিয়ে বিশেষভাবে সতর্ক করা হল জেলাগুলিকে। মিউনিসিপ্যালিটি ও ব্লকগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ডেঙ্গি নিয়ে বিশেষভাবে সতর্ক করা হল জেলাগুলিকে। মিউনিসিপ্যালিটি ও ব্লকগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ। অনেক থানাতেই গাড়ির ভিতরে জল জমে যাচ্ছে। যাতে জল না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ নবান্নের। পাশাপাশি জানানো হয়, পুলিশকেও জলজমার বিষয়টি নজরে রাখতে হবে।
advertisement

জেলাশাসক ও প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্বাস্থ্য সচিব নির্দেশ দেন, যেখানে-যেখানে জল জমতে পারে, সেখানে আগাম জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে মেডিক্যাল ক্যাম্পও করতে হবে। শনিবার প্রায় দেড় ঘন্টার ভার্চুয়াল বৈঠক হয়, সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয় বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে সতর্ক পুরসভা, 'সচেতন না হলে প্রয়োজনে আইন প্রয়োগ', জানালেন ফিরহাদ

advertisement

ডেঙ্গি নিয়ে আগাগোড়াই সতর্ক কলকাতা পুরসভা। নবান্নে ভার্চুয়াল বৈঠকের পর তৎপরতা আরও বাড়ল। পুরবাসী সচেতন না হলে আইন প্রয়োগে বাধ্য হবে পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: 'শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি', চিকিৎসকদের প্রশ্নেও জবাব এড়ালেন মনমরা পার্থ

নবান্নে বৈঠকের পর ডেঙ্গি নিয়ে কড়া পদক্ষেপ করছে চলেছে কলকাতা  পুরসভা। 'টক টু মেয়র' অনুষ্ঠানের শেষে ফিরহাদ বলেন, 'কেএমসি-র এলাকায় যেখানে পরিত্যক্ত জায়গা বা বাড়ি রয়েছে, সেখানে আমরা পরিষ্কার করতে পারছি না। ফলে ডেঙ্গি বেড়েছে। ৬ টা ওয়ার্ডে যেখানে পুরোনো বাড়ি রয়েছে, সেখানে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কিছু মানুষ দুর্ব্যবহার করছেন। অনেক জায়গায় ধাক্কাধাক্কি করছেন, কাজ করতে দিচ্ছেন না।এইরকম ঘটনা ঘটলে পুলিশের সাহায্য নিতে বলেছি।'' এদিন হাতজোড় করে মেয়র জানান, '' সবাইকে বলছি ছাদে জমা জল পরিষ্কার করুন। কলকাতায় আগের তুলনায় ডেঙ্গি-ম্যালারিয়া কমেছে। বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা যাচ্ছেন। মাইকে প্রচার করা হচ্ছে। অনেক জায়গায় আইন প্রণয়ন করা হচ্ছে। পরিত্যাক্ত বাড়িতে প্রয়োজনে তালা ভেঙে পরিষ্কার করতে  পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।''

advertisement

 Somraj Bandopadhyay

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গি মোকাবিলায় তৎপর রাজ্য, করা হল একগুচ্ছ পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল