পঞ্চদ্বশ অর্থ কমিশনের ১৬৬০ কোটি ৯৩ লক্ষ টাকা এসে গিয়েছে। কিন্তু ৫০ শতাংশও টেন্ডার প্রক্রিয়া শুরু করা যায়নি। ওয়ার্ক অর্ডার দূরস্ত, অধিকাংশ জেলায় এখনও টেন্ডার পর্যন্ত ডাকা হয়নি। এই ঘটনায় বিরক্ত নবান্ন। এজন্য বিডিও-দের নিয়ে জেলা প্রশাসনকে বৈঠক ডেকে সব কাজ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল নবান্ন। চলতি আর্থিক বছরে পঞ্চদ্বশ অর্থ কমিশনের কাছ থেকে পাওয়া ২৪৪৫ কোটি ৪৬ লক্ষ টাকা খরচ করতে পারেনি। এই টাকা গ্রামর পানীয় জল, শৌচালয় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে খরচ করার কথা। ইতিমধ্যে কমিশনের আরও টাকা এসেছে। এই টাকা যাতে পড়ে না থাকে, সে'জন্য পঞ্চায়েত দফতর জেলাগুলিকে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিটি স্তরে প্রকল্প চিহ্নিতকরণ,তার প্রশাসনিক অনুমোদন নিয়ে ১৪ জানুয়ারির মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল, যাতে দিল্লির বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু করা যায়।
advertisement
কিন্তু বাস্তব চিত্রটা উল্টো হয়ে গিয়েছে। বাঁকুড়া, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি,নদিয়া পূর্ব বর্ধমান, পূর্বমেদিনীপুরে ছিটেঁফোঁটা কাজ হলেও বাকি জেলাতে কোনও কাজই হয়নি। নবান্নর এক কর্তার কথায়, '' পঞ্চদ্বশ অর্থ কমিশনের আগের বরাদ্দের ২৪৪৬ কোটি ৪৬ লক্ষ টাকা এখনও খরচ করতে পারেনি জেলাগুলি। এরমধ্যে টায়েড ফান্ডেই পড়ে রয়েছে ১৫২৭ কোটি টাকা। এই টাকা পাণীয় জল ও শৌচালয় তৈরিতে খরচ করার কথা। এছাড়াও অন্যান্য উন্নয়নমূলক খাতে আনটায়েড তহবিলে খরচ না হয়ে পড়ে রয়েছে ৯১৯ কোটি ২৬ লক্ষ টাকা।''
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
