আরও পড়ুন- ২৫ বছর চাকরি করলে লাম্পসাম কত টাকা পাবেন? ইউপিএস-এর ফর্মুলা অনুযায়ী দেখে নিন পুরো হিসাব
শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘‘যেভাবে আমাদের ডাক্তার বোনের উপর অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের সফল কার্যক্রম। কিন্তু, পুলিশের উস্কানি ছিল। প্রচুর মানুষকে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অসহায় করে দিয়েছেন। জল কামানের জল শেষ, কাঁদানে গ্যাসের গ্যাস শেষ। পুলিশকে বলব, হেস্টিংস, এমজি রোডে যেভাবে লাঠি চার্জ করছেন, তা বন্ধ করুন।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘সাঁতরাগাছিতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। আমি ফোন করে তাঁদের শান্ত থাকার কথা বলেছি। হাওড়া ময়দানে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের কন্টেনার ভেঙে দিয়েছে। ব্রিজ টপকালে নবান্ন। পুলিশকে বলব, মারধর করা বন্ধ করুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হোক এবং সরকার পরিবর্তন হোক। এটাই আমরা চাই।’’
শুভেন্দুর মতে, ‘‘এই কর্মসূচি মানুষের। ছাত্র সমাজ চেয়েছিল মিছিলে যাতে কোনও রাজনৈতিক নেতা না-থাকেন, সেটা আমরা করেছি। আমরা না-থেকেও সমর্থন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। রাজ্যপালকে বলব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ করুন। বিদ্যুতের বিল-সহ কিছু দেবেন না। আমি নিজেও অসহযোগের আহ্বান করব। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করছি।’’