‘আইন মেনে মিছিল হতেই পারে। সেটা করার অধিকারও রয়েছে। তবে রাজ্যের পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারে। রাজ্য নবান্ন অভিযান নিয়ে আশঙ্কা করছে। মিছিল ঘিরে একটি জনস্বার্থ মামলা হয়েছে৷ সেই আদালতের ফলাফল দেখে এই আদালত সিদ্ধান্ত নেবে’, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
advertisement
‘গত বছর ২৭ অগাস্ট ২০২৪ নবান্ন অভিযান হয়। ৪৭ পুলিশকর্মী গুরুতর আহত হন। এক পুলিশকর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায়। তাই এবার আশঙ্কা থাকছে। রাজ্যের গোয়েন্দা রিপোর্ট বলছে, এবারের নবান্ন অভিযান জমায়েত বড় হবে। আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিলেও, এই অভিযানে একটি রাজনৈতিক দল পুরোপুরি সমর্থন করেছে৷ সেই জায়গা বিবেচনায় রাখুক আদালত৷’, এদিন সওয়াল করেন রাজ্যের এজি কিশোর দত্ত।
আরও পড়ুন: ঋষিকেশের আরতিস্থলে ধ্যানমগ্ন শিবের মূর্তির পাশে ভয়াল রূপ গঙ্গার, ভিডিও দেখে শিউরে উঠবেন!
মামলায় বিবাদী একজন প্রবীর দাস, মামলায় জানানো হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের কনভেনর। প্রবীর দাসের আইনজীবী বলেন, ‘মামলায় কনভেনর বলে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। নবান্ন অভিযান বা মিছিল নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের হাওড়া ময়দানে ব্যবসার ক্ষতি যাতে না হয় আদালত তা সুনিশ্চিত করুক।’, ব্যবসায়ীর আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়।
অর্ণব হাজরা