TRENDING:

Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে মারাত্মক সব অভিযোগ, ৫ FIR দায়ের পুলিশের!

Last Updated:

Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ৫টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের। ৪টি নিউ মার্কেট থানায় এবং ১টি হেয়ার স্ট্রিট থানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে ৫টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের। ৪টি নিউ মার্কেট থানায় এবং ১টি হেয়ার স্ট্রিট থানায়। এফআইআর-এ নাম রয়েছে রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এবং সমর্থকদের।
যদিও নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ কিংবা নির্যাতিতার মায়ের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে আইন অমান্য করার অভিযোগও তোলা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
যদিও নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ কিংবা নির্যাতিতার মায়ের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে আইন অমান্য করার অভিযোগও তোলা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
advertisement

হাইকোর্টের নির্দেশ অমান্য করে আর.আর. অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য হেয়ার স্ট্রিট থানার এফআইআর করা হয়েছে। পাশাপাশি, অন্য রাজনৈতিক দলের ‘রাখি’ স্টলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় বড় পোস্টে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদে

পুলিশ কনস্টেবলকে মারধর। হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর। সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট ও তাঁকে জোরপূর্বক আটক রাখার জন্য। ৪টি এফআইআর দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়।

advertisement

আরও পড়ুন: লাইন দিয়ে কাদা কিনছেন লোকজন, বিক্রি হচ্ছে ভালই দামে! কেন? কাটোয়ার কাণ্ড শুনলে মাথা ঘুরে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সমস্ত জায়গার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ-সহ বিভিন্ন ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত চিহ্নিত করণের কাজ করছে কলকাতা পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan: নবান্ন অভিযানকে কেন্দ্র করে মারাত্মক সব অভিযোগ, ৫ FIR দায়ের পুলিশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল