TRENDING:

Sukanta Majumdar at Laalbazar: এবার রাস্তার মাঝেই বসে পড়লেন সুকান্ত! পুলিশ বিরোধী স্লোগানে তপ্ত লালবাজার চত্বর, বিক্ষোভকারীদের ছাড়াতে অবস্থান

Last Updated:

প্রসঙ্গত, ইতিমধ্যেই মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার নিন্দা করে আগামিকাল বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধে সারা বাংলার মানুষকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ যদিও রাজ্য সরকারের তরফে উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকালের বনধ সরকার মানছে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ‘ছাত্রসমাজে’র ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত কলকাতা, হাওড়া৷ কলকাতার কলেজ স্ট্রিট থেকে হাওড়ার সাঁতরাগাছি-ফোরশোর রোড বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের৷ বিক্ষোভকারীদের দিক থেকে যেমন উড়ে আসতে দেখা গেল ইট পাটকেল, ঘিরে ধরে মারার অভিযোগ উঠল পুলিশকে, তেমনই অন্যদিকে পুলিশের তরফ থেকে ছোঁড়া হল জল কামান, টিয়ার গ্যাসের শেল৷
advertisement

এদিনের বিক্ষোভের জেরে একাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার হয় বলে সূত্রের খবর৷ তাঁদেরই মুক্ত করতে এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ লালবাজারের উদ্দেশে মিছিল করে এগোন সুকান্ত মজুমদার৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতো বিজেপি নেতানেত্রীরা৷

আরও পড়ুন: ‘পুলিশের জলকামানের জল শেষ, টিয়ার গ্যাস শেষ…!’ বিস্ফোরক শুভেন্দু অধিকারী

advertisement

মিছিল থেকে অভিযোগ ওঠে ছাত্রদের ও তাঁদের অভিভাবকদের গায়ের জোরে আটক করেছে পুলিশ৷ তাঁদের মুক্তি দেওয়ার জন্য আধ ঘণ্টার সময় দেওয়া হয় সুকান্ত মজুমদারের তরফে৷ পুলিশের প্রতিনিধির সঙ্গে কথা বলার পরে রাস্তার মাঝেই সঙ্গী নেতাকর্মীদের নিয়ে বসে পড়েন সুকান্ত৷ উঠতে থাকে পুলিশ বিরোধী স্লোগান৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার নিন্দা করে আগামিকাল বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধে সারা বাংলার মানুষকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ যদিও রাজ্য সরকারের তরফে উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকালের বনধ সরকার মানছে না৷

advertisement

আরও পড়ুন– রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন আলাপন বলেন, ‘‘রাজ্য সরকারের সিদ্ধান্ত কাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে৷ সরকারি কর্মীদের অবশ্যই অফিসে আসতে হবে৷ দোকানপাট খোলা থাকবে৷ সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে৷ ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar at Laalbazar: এবার রাস্তার মাঝেই বসে পড়লেন সুকান্ত! পুলিশ বিরোধী স্লোগানে তপ্ত লালবাজার চত্বর, বিক্ষোভকারীদের ছাড়াতে অবস্থান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল