TRENDING:

C V Anand Bose: রাজ্যপালের অনুষ্ঠানের কাছেই উদ্ধার রহস্যময় ট্যাক্সি!মালিককে ফোন করে অবাক পুলিশই

Last Updated:

নো পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টরা৷ খোঁজ হয় ট্যাক্সি চালকের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুষ্ঠানস্থলের কাছেই উদ্ধার হল একটি রহস্যময় ট্যাক্সি৷ ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুর এলাকায়৷ ইতিমধ্যেই রহস্যজনক ওই ট্যাক্সিটিকে উদ্ধার করেছে পুলিশ৷ সেটির মালিককেও চিহ্নিত করা হয়েছে৷
রাজ্যপালের অনুষ্ঠানের আগে উদ্ধার রহস্যময় ট্যাক্সি৷
রাজ্যপালের অনুষ্ঠানের আগে উদ্ধার রহস্যময় ট্যাক্সি৷
advertisement

আজ আনন্দপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের৷ সেই কারণেই আনন্দপুর এলাকায় নজরদারি বাড়িয়েছিল পুলিশ৷ রাস্তায় চলছিল টহলদারি৷

আরও পড়ুন: বদলে গিয়েছেন আনন্দ বোস, আফশোস অগ্নিমিত্রার! রাজ্যপালের ভাষনকে 'অসত্য' বললেন বিজেপি বিধায়ক

advertisement

তখনই নো পার্কিং জোনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টরা৷ খোঁজ হয় ট্যাক্সি চালকের৷ খোঁজ না মেলায় ট্যাক্সির নম্বরের সূত্র ধরে ট্যাক্স মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ট্যাক্সির মালিক জানান, প্রায় দু' মাস আগে তাঁর ওই ট্যাক্সিটি চুরি হয়ে যায়৷ ট্যাক্সি চুরি হয়ে যাওয়ার পর তিলজলা থানায় অভিযোগও দায়ের করেন তিনি৷ কিন্তু ট্যাক্সির খোঁজ মেলেনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পতিত জমিতেই লাখ টাকার ব্যবসা! এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!
আরও দেখুন

চুরি হয়ে যাওয়া সেই ট্যাক্সিই কী ভাবে রাজ্যপালের অনুষ্ঠানস্থলের কাছে পৌঁছল, কে বা কারা কী উদ্দেশ্যে ট্যাক্সিটিকে ওখানে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ উদ্ধার হওয়া ট্যাক্সিটিকে তিলজলা থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Anand Bose: রাজ্যপালের অনুষ্ঠানের কাছেই উদ্ধার রহস্যময় ট্যাক্সি!মালিককে ফোন করে অবাক পুলিশই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল