পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর যুবকের বান্ধবী সিনিকা রায় ও আরও একজন বন্ধু দর্পণের মৃতদেহ আরজিকর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তের পর, দর্পণ রাজ সিং-এর মৃত্যুকে পুলিশ আত্মহত্যা বলে মনে করেছিল। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, সামনে আসে নয়া তথ্য! বর্তমানে পুলিশের অনুমান, দর্পণ আত্মহত্যা করেননি। তাকে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায়, তাঁর গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement
দর্পণের পরিবারের সদস্যরা গতকাল, সোমবার রাতে শিলিগুড়ি থেকে এসে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, দর্পণের প্রেমিকা সিনিকা রায় ও তার অন্য বন্ধুরা দর্পণকে খুন করেছেন। এরপর ঘটনাটি এমনভাবে সাজিয়েছেন, যাতে মনে হয় দর্পণ আত্মহত্যা করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে সাসপেন্ড অভিযুক্ত শিক্ষক