TRENDING:

Garfa woman death: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে উদ্দাম পার্টি, মর্মান্তিক পরিণতি যুবতীর! গড়ফায় রহস্য, আটক বয়ফ্রেন্ড

Last Updated:

পুলিশ সূত্রে খবর, অসুস্থ অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান তাঁর পুরুষসঙ্গী এবং যুবতীর বোন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে রহস্যমৃত্যু যুবতীর৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায়৷ ইতিমধ্যেই মৃতের ওই পুরুষসঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী৷ পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভিতরেই ওই যুবক এবং তাঁর বান্ধবী মদ্যপান করেন৷ গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা৷

আটক ওই যুবকের মা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপুজোর দিন ওই যুবকের গড়ফার ফ্ল্যাটে এসেছিলেন ওই তরুণী৷ বছর দুয়েক আগে দু জনের পরিচয় বলে জানিয়েছেন ওই বৃদ্ধা৷ মৃত যুবতীও এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি৷ দুই পরিবারের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্কও ছিল বলে জানিয়েছেন ওই বৃদ্ধা৷

advertisement

তবে ওই যুবতী নিয়মিত মদ্যপান করতেন বলে জানিয়েছেন মৃতার পুরুষ সঙ্গীর মা৷ তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ তিনি দেখেন ওই তরুণী তাঁদের ঘরেরই বিছানায় উপুড় হয়ে শুয়ে আছেন৷ শুক্রবার সকালে তিনি এবং তাঁর ছেলে ডাক্তার দেখাতে যান৷ ফিরে এসেও ওই যুবতীকে একই অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের৷ এর পরই যুবতীর বোনকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে চলে আসে পুলিশও৷ এর পর এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাঙছে শরীর, এখনও অসম্পূর্ণ দু'কোটির হাসপাতাল! লড়াই চলছে পদ্মশ্রী 'অ্যাম্বুল্যান্স দাদা'র
আরও দেখুন

তবে মহিলার পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ৷ যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷ ওই যুবতী অতিরিক্ত মদ্যপানের জেরেই মারা গিয়েছেন না কি অন্য কোনও ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Garfa woman death: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে উদ্দাম পার্টি, মর্মান্তিক পরিণতি যুবতীর! গড়ফায় রহস্য, আটক বয়ফ্রেন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল