হোটেলকর্মীরা এর পর খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসেন নিউমার্কেট থানার পুলিশ৷ উদ্ধার করার পর ঈশিতাকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ তবে পলিকে হোটেলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশের অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা৷ মেয়ের প্রাণরক্ষা হলেও বাঁচানো যায়নি মাকে৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত ১৪ বছর ধরে পশ্চিম পুঁটিয়ারির ব্যানার্জিপাড়ার বাসিন্দা মিত্র পরিবার৷ বছর দশেক আগে বিয়ে হয়ে যায় পলির ছেলের৷ অভিযোগ, বিয়ের পর থেকে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না৷ কোনও দায়িত্বও নেন না বলে অভিযোগ৷ তিন বছর আগে মারা যান পলি মিত্রর স্বামী৷ তার পর থেকেই সংসারে নেমে আসে আর্থিক দুরবস্থা৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক দুরবস্থার জেরেই আত্মহননের পথ বেছে নেন পলি মিত্র৷ জানা গিয়েছে, সে কথাই লেখা আছে সুইসাইড নোটে৷ এই ঘটনার তদন্ত চলছে৷ রহস্যজনক এই ঘটনার পিছনে আরও কিছু কারণ আছে কিনা খতিয়ে দেখা হবে৷
(DISCLAIMER:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))