TRENDING:

State News: রাজ্যের দুই প্রান্তের, দুই পুরসভা! দায়িত্ব হস্তান্তর নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ যেমন মনে করছেন, তিনি বর্ষীয়ান নেতা, তাঁকে অসম্মান করা হচ্ছে। যদিও দলের একাংশের বক্তব্য, দলের সিদ্ধান্ত সকলকে মানতে হবে। শীর্ষস্তরের আলোচনার প্রেক্ষিতেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দলের সিদ্ধান্ত না মানলে অনাস্থা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বনগাঁ, ডালখোলা, কোচবিহার। রাজ্যের শাসকদল সূত্রের খবর, রাজ্যের তিন পুরসভার চেয়ারম্যান বদল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতির মাধ্যমে পদত্যাগ করার বার্তা পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে। একাধিক পুরসভা দলীয় নির্দেশ মেনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু, জানা গিয়েছে, দলীয় সিদ্ধান্ত মানতে রাজি নন এই তিন পুরসভার দায়িত্বপ্রাপ্তেরা। এঁরা জেলা সভাপতি থেকে নির্দেশ পাচ্ছেন। কিন্তু, তাঁদের দাবি, নির্দেশ আসুন সরাসরি দলের শীর্ষ নেতৃত্ব্র কাছ থেকে।
News18
News18
advertisement

কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ যেমন মনে করছেন, তিনি বর্ষীয়ান নেতা, তাঁকে অসম্মান করা হচ্ছে। যদিও দলের একাংশের বক্তব্য, দলের সিদ্ধান্ত সকলকে মানতে হবে। শীর্ষস্তরের আলোচনার প্রেক্ষিতেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দলের সিদ্ধান্ত না মানলে অনাস্থা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাওড়া থেকে সেক্টর ফাইভ এবার আরও মেট্রো! শনিবার বাড়ল পরিষেবা, পার্পল লাইন নিয়েও খুশির খবর

advertisement

বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে ৯ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্প্রতি অনাস্থা প্রস্তাব জমা দেন বনগাঁ পুরসভা ও এসডিও অফিসে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে গত ৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিল। গত ৮ নভেম্বর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংবাদিক সম্মেলন করে গোপাল শেঠকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল ১৫ তারিখ পর্যন্ত।

advertisement

কিন্তু গত ১৪ ই নভেম্বর বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ শারীরিক অসুস্থতা দেখিয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে চিঠি দেন। বুধবার বনগাঁ পুরসভার ২২ জন কাউন্সিলর এর মধ্যে ১৫ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জেলা তৃণমূল কার্যালয়ে বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন। ৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের সই না করে তৃণমূলের জেলা কার্যালয় থেকে বেরিয়ে যান। পরবর্তীতে ৯ জন কাউন্সিলর দলীয় সিদ্ধান্ত মতো চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বনগাঁ পুরসভা ও বনগাঁ এসডিও অফিসে।

advertisement

আরও পড়ুন: ফের আগুন জ্বলছে নেপালে! জারি কার্ফুGen Z-র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ওলি-র সমর্থকদের

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

অন্যদিকে, কোচবিহার পুরসভার পদ ছাড়তে রাজি নন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর বক্তব্য জেলা সভাপতি নয়, সরাসরি শীর্ষ নেতৃত্ব তাঁকে সরে যেতে বলুক। সূত্রের খবর, রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এই বিষয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
State News: রাজ্যের দুই প্রান্তের, দুই পুরসভা! দায়িত্ব হস্তান্তর নিয়ে শুরু রাজনৈতিক তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল