লোকসভা ভোটের রেজাল্ট বেরনোর পর 'বাবার কাছে হেরে গেলাম' মন্তব্যের জেরে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস৷ ওই দিনের ইঙ্গিতবহ মন্তব্যের পর মুকুল রায়ের ছেলেকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়ে যায়, বীজপুরের বিধায়ক কি বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ সোমবার মুকুল রায়ের সঙ্গে দিল্লি পাড়ি দেন শুভ্রাংশু৷
ভোটের ফল প্রকাশের পর শুভ্রাংশু বলেন, 'আমার বাবাকে নিয়ে আমি গর্বিত৷ আমি বলেছিলাম, বীজপুর থেকে দীনেশদাকে সবচেয়ে বেশি লিড দেব। কিন্তু আমি পারিনি। আমি বীজপুরের ভূমিপুত্র। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে, আমি একাই এখানকার ভূমিপুত্র নই, আমার বাবা মুকুল রায়ও বীজপুরের ভূমিপুত্র৷ সাংবাদিক সম্মেলনে এ দিন এই মন্তব্যই করেছেন তৃণমূল বিধায়ক। কাউকে দোষারোপের ব্যাপার নেই, অভিমান নেই, রাগ নেই। আমার বাবার কাছে আমি হেরে গিয়েছি। ভবিষ্যতে কী করব, সে বিষয়ে বাবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।'
advertisement
আরও ভিডিও: ইয়ে তো হোনা হি থা, শুভ্রাংশুর বিজেপি-তে যোগদান নিয়ে যা বললেন ফিরহাদ হাকিম, দেখুন...