TRENDING:

৮ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলেছে, সব ধরনের তদন্তের জন্য প্রস্তুত আমি: মুকুল

Last Updated:

এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে মিথ্য মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিল্লি থেকে কলকাতা ফিরে বিস্ফোরক মুকুল রায় ৷ বললেন, আমি সব ধরনের তদন্তের মুখে দাঁড়াতে প্রস্তুত ৷ গতকাল এবং আজ মিলে আমি আট ঘন্টা সিবিআইয়ের মুখোমুখি ছিলাম ৷ এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে মিথ্য মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায় ৷
advertisement

প্রাক্তন তৃণমূল নেতা আরও বলেন, ‘ আমি বলেছি তদন্তকারী তদন্ত করতে এসেছে সে তো পায়ে হেঁটে আসেনি সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে এসেছেন আগেও বলেছি এখনও বলছি যে কোন তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত ৷ পশ্চিমবঙ্গে মিথ্যে মামলা দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে ৷ আমার বিরুদ্ধে 29 টা মামলা হয়েছিল, এটা নিয়ে ৩০টা ৷ প্রত্যেকটা আমি আইনি লড়াইকে ধন্যবাদ দিই ৷ বিচার ব্যবস্থাকে সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে বিচারের বাণী শুনিয়েছে ৷ আমার বিরুদ্ধে মামলা হয়েছে ৷ আমি মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে ৷’

advertisement

সিবিআইয়ের তলব প্রসঙ্গে মুকুলের মন্তব্য, ডেকে পাঠাতেই পারে যদি তাদের বিরুদ্ধে তদন্তের জায়গা থাকে ৷ নারদ মামলায় নিশ্চয়ই ডেকে পাঠাতে পারে ৷ ডাকলে, দেখা করবে, কথা বলবে এতে অসুবিধার কোথায়?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

দেবশ্রী প্রসঙ্গও উঠে আসে মুকুলের মুখে ৷ তৃণমূলের রায়দিঘির বিধায়ককে নিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছু বলার নেই ৷ দিলীপদা রাজ্য সভাপতি ৷ দিলীপদার কাছে যেকোন মানুষ যেতেই পারে সুতরাং এটার মধ্যে অন্য কোন গল্প খোঁজা ঠিক নয় ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
৮ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলেছে, সব ধরনের তদন্তের জন্য প্রস্তুত আমি: মুকুল