দুলাল এ দিন তৃণমূলের যোগদানের প্রশ্নে বলেন, ‘‘রাজনীতি করতে গেলে কিছু নেতা ধরতেই হয়। তৃণমূল করা কালীন উনি আমার নেতা ছিলেন, অস্বীকার করার জায়গা নেই। বিজেপিতে এসেছিলেন ওঁর হাত ধরে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কী করব না করব সেটা ভবিষ্যৎ বলবে।রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনাময় শিল্প। দেখা যাক কী হয়।
advertisement
মুকুল রায়ের দলবদল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলেও স্পষ্ট উত্তর পাওয়া গেল দুলালের থেকে। বললেন, আমার অভিমত, মুকুল রায় খাপ খাওয়াতে পারছিলেন না। ওঁর সম্মানেরও ঘাটতি ছিল। আমাদের সঙ্গে কোনও আলাপ আলোচনা করেননি। আমি সামান্য বিধায়ক ছিলাম। বিজেপি যদি দল বাড়াতে চায় তা হলে যোগ্য লোককে যোগ্য সম্মান দিতে হবে। আমি এখনও বিজেপিতে আছি। ভবিষ্যতে কী হয় না হয় সেটা পরবর্তী সময় বলবে। ভোটের টিকিট না পাওয়ার পরে আমি ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে যোগাযোগ করিনি । যেমন দল বৈঠকে ডেকেছে গিয়েছি।’’
অর্থাৎ দুলাল যেন বলছেন, তিনি এখনও আছেন। আজ আছেন, কালের কথা কাল বলবে। আপাতত অপেক্ষা তৃণমূল কাদের নাম নেয় তা দেখার, দুলাল বিবেচনায় আছেন কিনা তা তখনই বোঝা যাবে।