বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে নিজের বক্তব্য শুরু করার পরে মুকেশ আম্বানি বলেন, ‘‘মমতা দিদি আমাকে বলেছেন উনি ৬৪ হাজার স্টেপ হাঁটেন। আমি আর সজ্জন ভাবছিলাম, বাহ, ভাল তো! সপ্তাহে ৬৪ হাজার স্টেপ! মমতা দিদি বললেন, না, দিনে ৬৪ হাজার স্টেপ!’’
advertisement
মুকেশ আম্বানি এদিন বলেন, ‘‘মা কালীর কাছে আমি প্রার্থনা করি। এই বাংলার পুণ্যভূমিতে সকলকে প্রণাম জানাই। বাংলা নবজাগরণের ভূমি। এখন বাংলা অর্থনীতির নবজাগরণ ভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সকলেই এই বাংলার পুণ্যভূমির সন্তান। আমি ২০১৬ সাল থেকে আসছি। প্রতি বছর আমি ভাবি এই সামিট আলাদা কি হবে? আর এসে সামিট দেখে আমি অবাক হয়ে যাই। আমি দেশের পশ্চিম প্রান্তে থাকি। যা ব্যবসার জায়গা। কিন্তু দ্রুত সেটার অবস্থা বদল হচ্ছে। বাংলা মানে মমতা দিদি, মমতা দিদি মানে বাংলার ব্যবসা। মমতা মানে সকলের পাশে থাকা। আর দিদি সকলের পাশেই থাকে। মায়ের মুখ হল স্বর্গ সুখ। বাংলায় সেই মায়ের চেহারা আমি দেখি। আপনার নেতৃত্বে বাংলা যথাযথ এগিয়ে যাচ্ছে। বাংলায় বিনিয়োগ করার এখন দারুণ সময়।’’