লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে শনিবার লেখা চিঠিতে দিব্যেন্দু অধিকারী জানান, প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ যে তমলুক স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই স্টেডিয়ামের উন্নতি কল্পে তিনি সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন। কিন্তু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামান্য আমন্ত্রণের সৌজন্যটুকুও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দেখাননি। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সরকারি প্রোটকল লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ দিব্যেন্দু অধিকারীর। এই মর্মেই লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন দিব্যেন্দু।
advertisement
আরও পড়ুন: ফের বঙ্গ সফরে অমিত শাহ! বরানগরের মহামিলন মঠ দিয়ে শুরু..তারপরে ঠাসা কর্মসূচি
বলাবাহুল্য, এর আগেও একাধিক সরকারি অনুষ্ঠানে ডাক না পাওয়ার অভিযোগে সরব হন দিব্যেন্দু অধিকারী। এমনকি এলাকার উন্নয়নমূলক কাজকে সামনে রেখে জেলার জনপ্রতিনিধিদের নিয়ে সাম্প্রতিককালে যে সমস্ত বৈঠক সরকারি স্তরে হয় সেখানেও ব্রাত্য রাখা হয় তাঁকে বলেও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তমলুকের সাংসদ।