TRENDING:

Chandrima Bhattacharya: 'আরজি কর কাণ্ডে রাজ্য যে কাজ করেছে...' কৃতজ্ঞতায় ২০০ কিলোমিটার মানববন্ধনের ডাক চন্দ্রিমার!

Last Updated:

Chandrima Bhattacharya on RG Kar Justice: আরজি কর কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচার ও মহিলা ক্ষমতায়নে রাজ্য যে কাজ করেছে তাতে ধন্যবাদ জানিয়েই এই আয়োজন, এমনই জানান চন্দ্রিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাজ্যজুড়ে ২০০ কিমি মানববন্ধনের ডাক দিলেন আইন ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা বিধায়ক ও একাধিক মন্ত্রী যোগ দিয়েছেন এই কর্মসূচীতে। আরজি কর কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচার ও মহিলা ক্ষমতায়নে রাজ্য যে কাজ করেছে তাতে ধন্যবাদ জানিয়েই এই আয়োজন, এমনই জানান চন্দ্রিমা। তিনি বলেন, ” বিরোধীরা কোথায় কী করছেন জানিনা। আমরা আমাদের দাবি জানিয়ে করছি।”
'আরজি কর কাণ্ডে রাজ্য যে কাজ করেছে...' কৃতজ্ঞতায় ২০০ কিলোমিটার মানববন্ধনের ডাক চন্দ্রিমার!
'আরজি কর কাণ্ডে রাজ্য যে কাজ করেছে...' কৃতজ্ঞতায় ২০০ কিলোমিটার মানববন্ধনের ডাক চন্দ্রিমার!
advertisement

আরও পড়ুন- কালো কিশমিশ খাওয়া কাদের জন্য ভাল? শরীরে বড় বদল আনতে কীভাবে খাবেন জানুন!

সোমবার আরজি কর কাণ্ডের মামলার শুনানি হওয়ার কথা ছিল। বেলা দুটোর পর সুপ্রিম কোর্টে শুরু হওয়ার কথা ছিল আরজি কর মামলার শুনানি৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তালিকায় থাকা অন্যান্য মামলার শুনানির পর বেলা দুটোর পর থেকে আরজি কর মামলাটি শুনবেন তাঁরা৷ যদিও ৪টে বেজে গেলেও শুরু হল না আরজি কর শুনানি।

advertisement

এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি আজ শোনা হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

advertisement

আরও পড়ুন- ‘কেন্দ্র সামান্য সাহায্যটুকু করছে না’, পুজোর মুখেই ভাসছে বাংলা! উত্তরে ছুটলেন মমতা

অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিলে অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। তবে, আদালতের নির্দেশ পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে মিছিলের সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যের পক্ষে আইনজীবী সওয়াল করেন, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandrima Bhattacharya: 'আরজি কর কাণ্ডে রাজ্য যে কাজ করেছে...' কৃতজ্ঞতায় ২০০ কিলোমিটার মানববন্ধনের ডাক চন্দ্রিমার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল