TRENDING:

এভারেস্টের চূড়ায় কলকাতা পুলিশের দেহরক্ষী লক্ষ্মীকান্ত! সঙ্গে পা রাখলেন দৃষ্টিহীন অভিযাত্রীও

Last Updated:

Kolkata Police: কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল এভারেস্ট জয় করেছেন। সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টিহীন পর্বতারোহী ছোনজিন আংমো ও ভারতীয় গীতা সামোতা। Pioneer Adventure সংস্থা এই অভিযানের পরিকল্পনা করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরীর ও মনোবলের চূড়ান্ত পরীক্ষায় উতরে গিয়ে আজ সকালে এভারেস্ট জয় করলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সঙ্গে ছিলেন দুই অনন্য অভিযাত্রী—নেপালের দৃষ্টিহীন পর্বতারোহী ছোনজিন আংমো এবং ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তাঁরা পা রাখেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে।
এভারেস্টের চূড়ায় কলকাতা পুলিশের দেহরক্ষী লক্ষ্মীকান্ত! সঙ্গে পা রাখলেন দৃষ্টিহীন অভিযাত্রীও
এভারেস্টের চূড়ায় কলকাতা পুলিশের দেহরক্ষী লক্ষ্মীকান্ত! সঙ্গে পা রাখলেন দৃষ্টিহীন অভিযাত্রীও
advertisement

নেপালের ছোনজিন আংমো তাঁর দৃষ্টিহীনতা সত্ত্বেও এই শৃঙ্গ জয়ের মাধ্যমে পর্বতারোহণের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন স্বর্ণাক্ষরে। তাঁর এই অনন্য অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল ও তেনজিং শেরপা (গেলবা), গীতা সামোতা ও লাকপা শেরপা।

রোদে শুকোতে দিলেই গায়েব মেয়েদের অন্তর্বাস! ২ বছর ধরে হচ্ছেটা কী…! শেষে CCTV তে ধরা পড়ল ‘সিক্রেট’

advertisement

এসি ব্যবহার করছেন? ‘কম্প্রেসার’ রাখছেন ব্যালকনিতে না ছাদে? বিপদ এড়াতে জানুন কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি!

লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডলে লেখেন, “আমার আন্তরিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডলকে, যিনি আজ সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ সাফল্যের সঙ্গে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।

advertisement

তাঁর এই অসাধারণ কৃতিত্ব আমাদের বাহিনীর সাহস ও অদম্য সংকল্পের এক উজ্জ্বল নিদর্শন। গর্ব হচ্ছে যে, রাজ্য পুলিশের একজন সদস্য, যিনি বর্তমানে পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) হিসেবে নিযুক্ত, তিনি এত বিরল ও অভূতপূর্ব সাফল্য অর্জন করলেন। তাঁর নিরাপদ অবতরণ এবং ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কামনা করছি!”

লক্ষ্মীকান্ত পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী পদে নিযুক্ত। এভারেস্ট অভিযানে তিনি রওনা দেন চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। যাত্রার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল সহ পদস্থ কর্তারা।

advertisement

এই অভূতপূর্ব অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল ‘Pioneer Adventure’ নামে একটি সংস্থা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাঁদের সাহস, সংকল্প এবং অদম্য মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে রাজ্য পুলিশ। আর আমাদের সহকর্মী লক্ষ্মীকান্তকে রইল বিশেষ অভিনন্দন। শৃঙ্গবিজয়ের এই সফর যেন তাঁর জীবনে আরও অনেক উচ্চতা ছুঁয়ে যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এভারেস্টের চূড়ায় কলকাতা পুলিশের দেহরক্ষী লক্ষ্মীকান্ত! সঙ্গে পা রাখলেন দৃষ্টিহীন অভিযাত্রীও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল