নেপালের ছোনজিন আংমো তাঁর দৃষ্টিহীনতা সত্ত্বেও এই শৃঙ্গ জয়ের মাধ্যমে পর্বতারোহণের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন স্বর্ণাক্ষরে। তাঁর এই অনন্য অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল ও তেনজিং শেরপা (গেলবা), গীতা সামোতা ও লাকপা শেরপা।
রোদে শুকোতে দিলেই গায়েব মেয়েদের অন্তর্বাস! ২ বছর ধরে হচ্ছেটা কী…! শেষে CCTV তে ধরা পড়ল ‘সিক্রেট’
advertisement
লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডলে লেখেন, “আমার আন্তরিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডলকে, যিনি আজ সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ সাফল্যের সঙ্গে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।
তাঁর এই অসাধারণ কৃতিত্ব আমাদের বাহিনীর সাহস ও অদম্য সংকল্পের এক উজ্জ্বল নিদর্শন। গর্ব হচ্ছে যে, রাজ্য পুলিশের একজন সদস্য, যিনি বর্তমানে পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) হিসেবে নিযুক্ত, তিনি এত বিরল ও অভূতপূর্ব সাফল্য অর্জন করলেন। তাঁর নিরাপদ অবতরণ এবং ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কামনা করছি!”
লক্ষ্মীকান্ত পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী পদে নিযুক্ত। এভারেস্ট অভিযানে তিনি রওনা দেন চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। যাত্রার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল সহ পদস্থ কর্তারা।
এই অভূতপূর্ব অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল ‘Pioneer Adventure’ নামে একটি সংস্থা।
তাঁদের সাহস, সংকল্প এবং অদম্য মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছে রাজ্য পুলিশ। আর আমাদের সহকর্মী লক্ষ্মীকান্তকে রইল বিশেষ অভিনন্দন। শৃঙ্গবিজয়ের এই সফর যেন তাঁর জীবনে আরও অনেক উচ্চতা ছুঁয়ে যায়।