এসি ব্যবহার করছেন? 'কম্প্রেসার' রাখছেন ব্যালকনিতে না ছাদে? বিপদ এড়াতে জানুন কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি!
- Published by:Tias Banerjee
Last Updated:
AC: এসির বাইরের অংশ, অর্থাৎ কম্প্রেসার, সঠিক জায়গায় না বসালে নানা সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ চললেও ঘর ঠান্ডা হবে না, অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে, এমনকি আগুন লাগার আশঙ্কাও তৈরি হতে পারে। তাই ইনস্টলেশনের সময় এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি।
গরমের সময় এসি যেন একমাত্র ভরসা। রোদ-জল, দাবদাহ বা অতিরিক্ত আর্দ্রতা—সব কিছু থেকে স্বস্তি পেতে ঘরে এসি চালান প্রায় সকলেই। কিন্তু অনেকেই জানেন না, এসি কেনার পর সেটি কোথায় এবং কী ভাবে বসানো হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, ভুল জায়গায় এসির কম্প্রেসার বসালে আরাম তো দূরের কথা, উলটে ঘটতে পারে বড় বিপদও! (Representative Image: AI Generated)
advertisement
অতিরিক্ত বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির ক্ষতি, এমনকি আগুন লাগার আশঙ্কাও তৈরি হয়। তাই এসি ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। এই প্রতিবেদনে রইল সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা—কম্প্রেসার ছাদে রাখবেন, না ব্যালকনিতে? আর কোন ভুলে হতে পারে বিপদ, জেনে নিন এখনই। (Representative Image: AI Generated)
advertisement
গরম পড়তেই এসির চাহিদা তুঙ্গে। রেকর্ড তাপমাত্রা সামলাতে অনেকেই নতুন এসি কিনছেন বা পুরনো এসি ব্যবহার করছেন। তবে শুধুমাত্র এসি কেনাই যথেষ্ট নয়, সেটি সঠিকভাবে ইনস্টল ও রক্ষণাবেক্ষণ করাও ভীষণ জরুরি। তা না হলে এসির কার্যকারিতা কমে যাবে, বিদ্যুৎ খরচ বাড়বে এবং কম্প্রেসার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে। সবচেয়ে খারাপ ক্ষেত্রে, কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে আগুনও লাগতে পারে। (Representative Image: AI Generated)
advertisement
কোথায় রাখবেন এসির আউটডোর ইউনিট (কম্প্রেসার)? এসির বাইরের অংশ, অর্থাৎ কম্প্রেসার, সঠিক জায়গায় না বসালে নানা সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ চললেও ঘর ঠান্ডা হবে না, অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে, এমনকি আগুন লাগার আশঙ্কাও তৈরি হতে পারে। তাই ইনস্টলেশনের সময় এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
ব্যালকনি না ছাদ – কোথায় রাখা ভাল? আপনার বাড়ির গঠন অনুযায়ী, কম্প্রেসার রাখার জন্য ব্যালকনি অথবা ছাদ – এই দুইটি স্থানই সবচেয়ে উপযুক্ত। ব্যালকনি: যদি ব্যালকনিতে সারা দিনে বেশি রোদ না পড়ে, তাহলে এটিই সবচেয়ে ভাল বিকল্প। ছায়া থাকলে কম্প্রেসার ঠান্ডা থাকে, ফলে দীর্ঘস্থায়ী হয় ও বিদ্যুৎও কম খরচ হয়। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement