স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বামীর সঙ্গে ফোন কথা বলছিলেন ওই মহিলা। স্বামীকে মহিলা বলেন, বাড়ি ফিরে মেয়ের দায়িত্ব নিতে। কিন্তু ওই ব্যক্তি জানিয়ে দেন, তিনি কাকদ্বীপে রয়েছেন। তাই এখন তাঁর পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। তখন দক্ষিণ আনন্দপল্লীর বাসিন্দা ওই মহিলা রাস্তায় ফেলেই চলে যায় নিজের শিশুকন্যাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
advertisement
আরও পড়ুন: ভিন রাজ্যের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা
বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নিজের সন্তানকেও নানা কারণে হত্যা করতেও পিছপা হচ্ছেন না অনেকে। মাঝে মধ্যেই সন্তানকে খুন করার অভিযোগ উঠছে বাবা-মায়েদের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে নিজের শিশুকন্যাকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা নিন্দনীয় হলেও তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত অনেকের।
আরও পড়ুন: এসএসসি গ্রুপ ডি রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য! চাকরি থাকবে ৫৭৩ জনের?
এদিকে, রেললাইন থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বর্ধমান রামপুরহাট শাখার বনপাশ স্টেশন সংলগ্ন ফটক এলাকায়। ডাউন লাইন থেকে উদ্ধার হয় দেহ। উদ্ধার করে রেল পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।