ভ্যাপসা গরমে ঘামে ভিজে, বৃষ্টির অপেক্ষায় গোটা জুন মাস হাপিত্যেশ করে কাটিয়েছে বাংলা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও, সৌভাগ্য হয়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। মাস পেরনোর পর, আবহাওয়া দফতর থেকে এল দুঃসংবাদটা।
- গত ১০ বছরে জুনের বৃষ্টিতে রেকর্ড ঘাটতি রাজ্যে
- বৃষ্টি হওয়ার কথা ছিল ৩২৯.৫ মিলিমিটার
- সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ১৬৫.২ মিলিমিটার
advertisement
- অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ ঘাটতি জুনের বৃষ্টিতে
- কলকাতায় বৃষ্টির ঘাটতি ৬৯ শতাংশ
- হাওড়ায় বৃষ্টির ঘাটতি ৬৭ শতাংশ
- বীরভূমে ঘাটতি বৃষ্টি ৬৯ শতাংশ
- মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি ৬৮ শতাংশ
- দার্জিলিঙে বৃষ্টির ঘাটতি ৫৯ শতাংশ
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আশা দেখা গিয়েছিল। কিন্তু সেই নিম্নচাপও সরে যাচ্ছে ওড়িশার দিকে। তাই এখনই বৃষ্টি বাড়ার অনুকূল পরিবেশ নেই দক্ষিণবঙ্গে।
সোমবার দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে ভ্যাপসা গরম কমেনি, কমেনি অস্বস্তিও।