TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের  গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

কাল ধর্না সংসদে, আজ ফের দিল্লি যাচ্ছেন মমতা

নোট-বিতর্কে বিরোধী রাজনীতির নেতৃত্বে উঠে আসার জন্য তাঁর প্রাথমিক চেষ্টায় সকলকে পাশে পাননি। পরিস্থিতি বুঝে এ বার যৌথ অভিযানে রাহুল গাঁধীর সঙ্গে এক ছাতার তলায় থাকার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

জ্বলছে সাততলা, নীচে আতঙ্কিত রোগীরা

কাজের দিনে ভিড়ে ঠাসা এসএসকেএম হাসপাতাল। হঠাৎ দেখা গেল, রোনাল্ড রস বিল্ডিংয়ের সাততলা থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। সোমবার বেলা সওয়া ১১টা নাগাদ আগুন লাগার এই ঘটনা টের পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। বার করে আনা হয় সেখানে থাকা রোগীদের। ১৯টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহতও হননি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাততলায় গ্রন্থাগারের পাশে টেলিকম সংস্থার সার্ভার রয়েছে। সেখান থেকেই আগুন লাগে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্বাস্থ্য দফতরকেও তদন্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এ বার থেকে দমকলের হাইড্রলিক মই-সহ দু’টি ইঞ্জিন সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন করা হবে। বিকেলে ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরাও।

advertisement

অ্যাকাউন্ট ধার দিয়েই টাকা উঠল বিয়ের

সামনে সরকারি নিয়মের জগদ্দল পাথর। কিন্তু তাতেও মুশকিল আসান হয়ে যায়, যদি থাকে সদিচ্ছা। ঠিক যেমন হয়েছে ছবি পাত্রের ক্ষেত্রে। নোট বাতিলের জাঁতাকলে পড়া সত্ত্বেও সোমবার তাঁর মেয়ের বিয়ে আটকায়নি। কারণ ছবিদেবী পাশে পেয়েছিলেন পঞ্চায়তে সদস্য এবং পড়শিদের। হাওড়ার জগদীশপুরে ইউকো ব্যাঙ্কের শাখায় স্বামীহারা ছবি দেবীর অ্যাকাউন্ট। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর ক্ষতিপূরণ বাবদ পাওয়া ১ লক্ষ ১৬ হাজার টাকা রাখা ছিল ওই ব্যাঙ্কেই। এ দিকে বিয়ের মরসুমে এক লপ্তে আড়াই লক্ষ টাকা তোলায় ছাড় দিয়েছে সরকার। ছবি দেবীর দরকার ছিল লাখখানেকের কাছাকাছি। ভেবেছিলেন, অ্যাকাউন্ট থেকে তুলবেন। কিন্তু শনিবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর ব্যাঙ্কে ঢুকে তিনি শোনেন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বললেও রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা যতক্ষণ না পৌঁছচ্ছে, বিয়েবাড়ি বলে টাকা তোলার সর্বোচ্চ সীমা শিথিল করা হবে না।

advertisement

ট্রেন বেলাইন কেন, বলে দেবে ১৩টি টুকরো

রেল লাইনের ১৩টি ভাঙা টুকরো। পুখরায়াঁর ধংসস্তূপ থেকে তোলা এই টুকরোগুলোর মধ্যেই গতকালের ট্রেন দুর্ঘটনার যাবতীয় রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। দুর্ঘটনার অভিঘাতে লাইন যেখান থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেখান থেকেই এই টুকরোগুলো সংগ্রহ করেছে তদন্তের দায়িত্বে থাকা সুরক্ষা কমিশনারের দলবল। তাদের দাবি, ওই সব টুকরো পরীক্ষা করেই বোঝা যাবে, লাইনে চিড় থাকার জন্যই দুর্ঘটনা কি না। সরকারি ভাবে সুরক্ষা কমিশনারের দলের সদস্যরা মুখ না খুললেও, ভাঙা লাইনগুলো দেখে তাঁরা এক প্রকার নিশ্চিত যে, রেল লাইনে চিড় থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

advertisement

অন্তর্ঘাতের অভিযোগ উড়িয়ে দিলেন না মুখ্যমন্ত্রী

আমরি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ভুবনেশ্বরের সাম হাসপাতাল—ভয়ংকর অগ্নিকাণ্ডের তিনটি ঘটনার ঝাপসা স্মৃতি টাটকা করে দিল সোমবার। এদিন সকাল ১১টা নাগাদ রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতাল পিজি’র অন্যতম বড় রোনাল্ড রস বাড়ির ছাদের নির্মীয়মাণ লাইব্রেরিতে ভয়াবহ আগুন লাগে। লাইব্রেরির পাশেই মোবাইল টাওয়ারের তালাবন্ধ কম্প্রেসর রুম থেকে আগুন লাগে বলে সূত্রের খবর। পার্থক্য একটাই, কয়েকজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, গাড়িচালকের তৎপরতায় এদিন পিজি দ্বিতীয় আমরি হতে হতে বেঁচে গেল। ঘটনার সময় ওই মোবাইল টাওয়ারে বিস্ফোরণের শব্দ শুনতে পান অনেকে। তারপর কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। শয়ে শয়ে রোগী, বাড়ির লোকজন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী উদভ্রান্তের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেন। রোনাল্ড রসের ছ’তলার ঘটনাস্থলে তখন ফলস সিলিং ও এসি’র ডাকগুলি গলে গলে পড়ছে। ধাপে ধাপে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

রাজ্যেও গ্রুপ সি-ডি কর্মীরা নগদে অগ্রিম বেতন পাবেন

নগদ টাকার সংকটে কর্মীদের দুর্ভোগ কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সরকারি দপ্তরে কর্মরত গ্রুপ সি এবং ডি শ্রেণির কর্মীরা চলতি মাসেই তাঁদের বেতন থেকে অগ্রিম হিসাবে পাঁচ হাজার টাকা নগদে তুলতে পারবেন। সম পর্যায়ের পদে নিযুক্ত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত, সরকারি অধিগৃহীত ও স্বয়ংশাসিত সংস্থার কর্মীরাও এই সুবিধা পাবেন। সরকারি দপ্তরে গ্রুপ সি এবং ডি শ্রেণিভুক্ত বিভিন্ন ধরনের অস্থায়ী কর্মীরা (সিভিক ভলান্টিয়ারসহ) অগ্রিম হিসাবে দু’হাজার টাকা নগদে তুলতে পারবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্রুপ সি কর্মীদের বেতনের অগ্রিম হিসাবে নগদ ১০ হাজার টাকা তোলার অনুমতি দেয়। রাজ্য সরকার এখন কর্মীদের বেতনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। অগ্রিম বাবদ নগদ টাকা দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নগদে বেতনের অগ্রিম নেওয়ার জন্য কর্মীদের নির্দিষ্ট প্রোফর্মায় ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) বা অফিসে আবেদন জানাতে হবে।

মোদির বিরুদ্ধে সুর চড়াতে আজ ফের দিল্লিতে মমতা

নোট বিভ্রাট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়াতে আজ, মঙ্গলবার ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী আন্দোলনের এই পর্বে দলীয় কর্মসূচি হিসাবে কাল, বুধবার যন্তরমন্তরে ধরনায় বসবেন তৃণমূল সুপ্রিমো। ধরনাস্থলের জন্য প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে দিল্লি প্রশাসন। পাশাপাশি অন্যান্য বিরোধী দলের সঙ্গে যৌথ আন্দোলন রূপায়ণের নকশাও বানাবেন তিনি। এই লক্ষ্যেই আগামী ২৫ তারিখ পর্যন্ত তিনি যে দিল্লিতেই থাকছেন, সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। সঙ্গে এই সমস্যা মেটাতে প্রধানমন্ত্রীকে তাঁর পরামর্শ, নমনীয় হোন, সর্বদলীয় বৈঠক ডাকুন। বিজেপি’র তরফে তাঁর এই আন্দোলনকে নিয়ে নানা কটাক্ষ করা হলেও, তৃণমূল নেত্রী এদিন সাফ জানিয়েছেন, রাজ্যে এখন কোনও ভোট নেই। তাই রাজনীতি করতে নয়, মানুষের দুর্ভোগের কথা ভেবে এই আন্দোলন। এরই পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে কার্যত ‘অসহযোগ’ আন্দোলনও চালিয়ে যাওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় প্রকল্পের জন্য জমির বরাদ্দও বন্ধ হতে পারে।

রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪৩

২১ নভেম্বর (পিটিআই): অভিশপ্ত ইন্দোর-পাটনা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪৩। কোনওভাবে বেঁচে গিয়েছেন এমন যাত্রীদের খোঁজে রবিবার রাতভর লাইনচ্যুত কামরাগুলিতে জোর তল্লাশি চালানো হয়। সোমবারও এই অভিশপ্ত ট্রেন ঘিরে ছিল মৃত্যু ও হাহাকারের ছবি। হাসপাতালগুলি ভিড় বেড়েছে ১৯৩২১ ইন্দোর-পাটনা এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়দের। সেই সঙ্গে শোনা গিয়েছে স্বজন হারানোর কান্না। কানপুরের কাছে পুখরায়ান এলাকায় বেলাইন হয় এই দূরপাল্লার ট্রেনটি। এদিন লাইন ট্রেন দুর্ঘটনাগ্রস্ত ১৪টি কামরা সরানো সম্ভব হয়েছে। এদিনও রেলমন্ত্রী সুরেশ প্রভু কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, এই দুর্ঘটনার পিছনে কারও কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে, তাঁর কঠোর শাস্তি হবে। এদিকে, এই ভয়ংকর রেল দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া ও ফ্রান্স। এই দুই দেশ এই দুর্দিনে ভারতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নোট বাতিলে প্রবল ক্ষতির মুখে চাষিরা

‘ওঅ তো তাল গাছ, ওর পাশে গিয়ে দেখুন, আমার জমিতে পাকা ধানের ছড়া সার দিয়ে শোয়ানো ৷ কাল ক’জন লোক লাগিয়ে কাটিয়েছি ষ পুরো টাকা দিতে পারিনি বলে আজ আর তারা কাটা ধান তুলে দিতে আসেনি ৷ এদিকে বীজের জোগানে টান পড়েছে ৷

বিপদ আঁচ করেছিলেন চালক

রবিবারের রেল দুর্ঘটনার নেপথ্যে কি লাইনের ফাটল, না অন্য কোনও কারণ ৷ সূত্রের খবর, রেলের গাফিলতিতেই এত যাত্রীর মৃত্যু ৷ ইন্দোর-পাটনা এক্সপ্রেস যান্ত্রিক সমস্যার কথা দুর্ঘটনার দু’ঘণ্টা আগেই জানিয়েছিলেন চালক ৷

পিল্লাইকে পর্যবেক্ষক চান লোধা

বিরাট কোহলিরা বিশাখাপত্তনম টেস্টে অনায়াসে জয় তুলে নিল কী হবে, ভারতীয় বোর্ডের কেষ্টবিষ্টুদের লোধা কমিটির হাত থেকে রেহাই মিলছে না ৷ সোমবারই বোর্ডের দিকে ফের ধেয়ে এ বিচারপতি লোধার বাউন্সার ৷ সুপ্রিম কোর্টে সোমবার জমা দেওয়া এক রিপোর্টে লোধা কমিটি নতুন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সব পদাধিকারীকে বরখাস্ত করার আর্জি জানিয়েছে ৷

অল্পর জন্য প্রাণ রক্ষা

এমন অভিজ্ঞতা হবে কখনও ভাবিনি ৷ মাথার উপরে আগুন ৷ নীচে অপারেশন থিয়েটারে আমরা কাজ করছি ৷ ভাবা যায় ৷ সকাল এগারোটা ৷ প্লাস্টিক সার্জারির তিনটে অপারেশন টেবিল ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল