TRENDING:

আরও কড়া পুলিশ, লকডাউন ভঙ্গ করে কলকাতায় দু' দিনে গ্রেফতার প্রায় ১৮০০

Last Updated:

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগে আরও কড়া হয় কলকাতা পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগে আরও কড়া হয় কলকাতা পুলিশ৷ তার পরই কলকাতা শহর জুড়ে আরও নজরদারি বাড়ানো হয়৷ বিশেষত শহরে ঢোকা এবং বেরনোর মূল পথগুলিতে বিশেষ তল্লাশি চালায় পুলিশ৷ যার ফলে ই এম বাইপাসের উপর পাটুলিতে একটি অ্যাম্বুল্যান্স থেকে চালক এবং ছয় শ্রমিককে গ্রেফতার করে পুলিশ৷ রোগী নিয়ে যাওয়ার নাম করে ওই অ্যাম্বুল্যান্সটিতে করে শ্রমিকদের কাকদ্বীপ থেকে বনগাঁ পৌঁছে দিচ্ছিলেন অভিযুক্ত চালক৷ বনগাঁ পৌঁছে দেওয়ার জন্য ওই শ্রমিকদের থেকে সাড়ে চার হাজার টাকায় রফায় করেছিলেন চালক৷ এঁদের সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

পাশাপাশি নিয়মভঙ্গের অভিযোগে যাঁদের গ্রেফতার করা হচ্ছে তাঁরা যাতে সহজে থানা থেকেই জামিন না পান, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ শহরের ছোট রাস্তা বা অলিগলিতেও যাতে মানুষ জমা হয়ে আড্ডা না মারতে পারেন, তা নিশ্চিত করতে বার বার হানা দিচ্ছে পুলিশের টহলদারি গাড়ি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
আরও কড়া পুলিশ, লকডাউন ভঙ্গ করে কলকাতায় দু' দিনে গ্রেফতার প্রায় ১৮০০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল