করোনা নিয়ন্ত্রণে আসতেই দুর্গাপূজার প্রস্তুতি বিদেশে। মা দুর্গা পাড়ি দিচ্ছেন কানাডার টরন্টোতে। কুমোরটুলিতে গিয়ে প্রথমেই চোখে পড়ল শিল্পীর স্টুডিওতে সেই টরন্টো রওনা দেওয়ার অপেক্ষায় থাকা মা দুর্গার মূর্তির শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। এবার কার্গো প্যাক হয়ে সোজা যাবে বিমান বন্দরে।
শুধু কানাডা নয় ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে কুমোরটুলির দুর্গা প্রতিমা। পুজোর প্রস্তুতি শুরু করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা প্রবাসী বাঙালিরাও। কলকাতায় যখন খুঁটি পূজার প্রস্তুতি, তখন বিদেশে পুজোর প্রাথমিক প্রস্তুতি শেষ।
advertisement
কুমোরটুলির তিন পুরুষের প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ। তিনি জানালেন, তাঁর নিজের স্টুডিও থেকেই প্রতি বছর ছোট-বড় মিলিয়ে৪০ থেকে ৫০টি দুর্গাপ্রতিমা বিদেশ-বিভুঁইয়ে পাড়ি দিত। গত বছর সেই সংখ্যাটা একধাপে দশের নীচে নেমে আসে। গতবার মূলত ইউরোপ-আমেরিকার দেশে মাত্র 8টি প্রতিমা পাড়ি দিয়েছিল। আর এ বছর সেই সংখ্যাটা বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে৷
কারও দ্বিতীয় প্রজন্ম তো কারও চতুর্থ প্রজন্ম ! কুমোরটুলির শিল্পীর স্টুডিও থেকে প্রতিমা পাড়ি দেয় ভিনদেশে। দুর্গা পুজোর পরেই এসে যায় অর্ডার। প্রতিমা পাঠানোর কাজ শুরু হয় জানুয়ারি মাস থেকে। ইতিমধ্যেই ভিনদেশে দুর্গা পাড়ি দেওয়া প্রায় শেষ পর্যায়ে।
কৌশিক ঘোষ আরও জানান, গত বছর বিদেশের অনেক উদ্যোক্তাই পুজো বন্ধ করে দিয়েছিলেন । এবছর তাঁরা নতুন উদ্যমে পুজো শুরু করছেন। করোনা আবহ কমতেই বিদেশে বাঙালিদের দুর্গাপুজোর আয়োজন প্রস্তুতি আগের ছন্দে ফিরেছে৷
