TRENDING:

নজরে সারদা মামলা, রহস্যজনক ৬ ট্রাঙ্ক ভর্তি নথি জমা পড়ল সিবিআই অফিসে

Last Updated:

সিবিআই সূত্রের খবর, সারদার জমি ও জমির লেনদেন সংক্রান্ত এই নথিগুলি খতিয়ে দেখা হবে৷ আরও নথি আছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে৷ কাদের নামে জমি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ সারদার মিডল্যান্ড পার্কের অফিসে ছিল ওই সব নথি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সিবিআই দফতরে জমা পড়ল সারদা সংস্থার জমি সংক্রান্ত আরও নথি৷ ৩ দিন ধরে ৬টি ট্রাঙ্কে আসে সেই সব নথি৷ শনিবার সিবিআই দফতরে নথিগুলি জমা দেয় বিধাননগর পুলিশ৷ ট্রাঙ্ক ভর্তি এই নথিগুলি সবই সারদার জমি সংক্রান্ত৷
advertisement

সিবিআই সূত্রের খবর, সারদার জমি ও জমির লেনদেন সংক্রান্ত এই নথিগুলি খতিয়ে দেখা হবে৷ আরও নথি আছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে৷ কাদের নামে জমি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ সারদার মিডল্যান্ড পার্কের অফিসে ছিল ওই সব নথি৷ সারদা তদন্তের শুরুতে নথি বাজেয়াপ্ত করেছিল স্পেশাল টাস্ক ফোর্স৷

কী আছে ওই নথিগুলিতে? সারদা তদন্তে গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার আর অর্ণব ঘোষ ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড। সিবিআই সূত্রে খবর, সারদা কেলেঙ্কারির তদন্তে তখন বহু তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন অর্ণব ঘোষ। তাই তাঁকে যখন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, তখন ২ ট্রাঙ্ক ভর্তি সারদা মামলার নথি সিবিআই অফিসে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

advertisement

আরও ভিডিও: #MamataToNews18: নারদা-সারদা নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে সারদা মামলা, রহস্যজনক ৬ ট্রাঙ্ক ভর্তি নথি জমা পড়ল সিবিআই অফিসে