TRENDING:

আমরিতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কিনা ধন্দ বাড়ালেন চিকিৎসক

Last Updated:

আমরিতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কিনা ধন্দ বাড়ালেন চিকিৎসক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভুল ইঞ্জেকশনে শিশুমৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় মুকুন্দপুরের আমরি হাসপাতাল। সময়ে অক্সিজেন মাস্ক না মেলার সঙ্গে সঙ্গে ভুল ইনজেকশনেই ঐত্রির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। জ্বর নিয়ে মুকুন্দপুরের আমরিতে ভর্তি করা হয় ঐত্রি দে-কে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় কামালগাজির আড়াই বছরের শিশুর। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়র করা হয়েছে।
advertisement

শিশু মৃত্যুর কারণ নিয়ে সংশয় বাড়ালেন ভারপ্রাপ্ত চিকিৎসক জয়ত্রী সেনগুপ্ত ৷ তিনি বলেন, ‘শিশুর মৃত্যু নিয়ে আমিও ধন্দে ৷ ওই শিশুর হার্টে কোনও সমস্যা ছিল না ৷ মৃত্যু হতে পারে এমন কোনও সমস্যা ছিল না ৷ ময়নাতদন্ত হলে সত্যিটা জানা যাবে ৷’

এদিনই ডিসচার্জ হওয়ার কথা ছিল। কিন্তু ডিসচার্ড হওয়ার বদলে নিজের ফুটফুটে আড়াই বছরের মেয়ে ঐত্রিকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন মা শম্পা দে। বাধা মানছে না শোক। বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছেন সন্তানহারা মা।

advertisement

১৫ জানুয়ারি জ্বর, সর্দি-কাশি নিয়ে মুকুন্দপুর আমরিতে ভর্তি করা হয় কামালগাজির বাসিন্দা ঐত্রিকে। সঙ্গে ছিলেন শম্পাও। সুস্থ হয়ে উঠছিল ঐত্রি। মঙ্গলবার হাসপাতালের প্লেরুমে মায়ের সঙ্গে খেলাও করে সে। মায়ের অভিযোগ, বুধবার সকালে মেয়েকে একটি ইঞ্জেকশন দেন নার্স। তারপরই শুরু হয় শ্বাসকষ্ট। সেই সময়ে অক্সিজেন মাস্ক খুঁজেই পাননি নার্স বলে দাবি তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তখন ঘড়িতে ভোর সাড়ে ছটা থেকে সকাল আটটা। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট ঐত্রি। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুর। তবু মন মানছে না পরিবারের। আর ফিরবে না মেয়ে। কিন্তু যাদের জন্য আর ঐত্রীর মুখে মা ডাক শুনতে পাবেন না কোনোদিন, তাঁদের শাস্তির দাবিতে সোচ্চার শোকার্ত মা, পরিবার পরিজন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আমরিতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কিনা ধন্দ বাড়ালেন চিকিৎসক