পাশাপাশি রাজ্যে যে উড়ালপুলগুলি রয়েছে সেই উড়ালপুলগুলির কবে শেষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল? তা জানতে চায় নবান্ন। বর্তমানে সেগুলির কী অবস্থা তারও রিপোর্ট চাওয়া হয়েছে। আগামিকাল বিকেল ৪টের সময় রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসতে চলেছে পূর্ত দফতর। বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী পুলক রায়-সহ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। জেলার ইঞ্জিনিয়াররা ভার্চুয়ালি থাকবেন বৈঠকে। তার আগেই রিপোর্ট পাঠানোর নির্দেশ নবান্নের বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি ঘিরে ধরে? সাবধান না হলে বড় বিপদ হতে পারে!
রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। নিখোঁজদের খোঁজে সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি৷ গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেতু বিপর্যয়ের তদন্তে হাই পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল৷ পাশাপাশি, যে এজেন্সি সেতু সংস্কারের কাজ করেছিল, তাঁদের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা করেছে গুজরাত সরকার৷
আরও পড়ুন: হিক... হিক... হিক... একেক সময় হেঁচকি থামতেই চায় না, অবহেলা করবেন না! জানুন
সেতু ভেঙে পড়ার পরই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ৷ ব্রিটিশ আমলের এই সেতুটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল৷ সংস্কারের পর গত ২৬ অগাস্ট সেটি ফের নতুন করে উদ্বোধন করা হয়৷ যদিও সেতু ভেঙে পড়ার পরেই স্থানীয় পুরসভার অফিসার দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সেতু খুলে দেওয়া হয়েছিল৷ কী কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।