TRENDING:

Moon Moon Sen and Subrata Mukherjee: ফিরে এল 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস' স্মৃতি, বন্ধুর কপাল ছুঁয়ে চোখের জল ফেললেন মুনমুন

Last Updated:

Moon Moon Sen and Subrata Mukherjee: রবীন্দ্র সদনে এসে একসময়ের সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধু সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বন্ধুর মৃত্যুতে শোকবিহ্বল অভিনেত্রী মুনমুন সেন। বাঙালির আলোর উৎসবের রাতে অন্ধকার নামিয়ে বিদায় নিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Death)। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ রাজ্য সরকারের সব দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
শেষশ্রদ্ধা
শেষশ্রদ্ধা
advertisement

দল-মত নির্বিশেষে সবার কাছে প্রিয় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত ছিল প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ ৷ সেখান থেকে বিধানসভা, গড়িয়াহাটের বাড়ি, একডালিয়া এভারগ্রিন ক্লাব হয়ে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তাঁর। আর তারই মাঝে রবীন্দ্র সদনে এসে একসময়ের সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধু সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন (Moon moon Sen)। বহু মানুষ এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতা, কর্মীরা রবীন্দ্র সদনে ভিড় করেছিলেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।

advertisement

আরও পড়ুন: 'ওঁর মতো মানুষ হয় না', সুব্রতর প্রয়াণে কেঁদে উঠছে ফুটপাতবাসী জরিনাও

শুধুই বর্ষীয়ান রাজনীতিবিদ বা শুধুই কলকাতার সফল মেয়র ছিলেন না রাজ্যের দক্ষ পঞ্চায়েত মন্ত্রী। তার বাইরেও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) রাজ্যের অন্যতম বর্ণময় রাজনীতিবিদও ছিলেন। আর তাঁর এই 'বর্ণময়' জীবন নিয়ে আলোচনায় উঠে আসছে এক অন্য সুব্রত মুখোপাধ্যায়ের কথাও। যে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Actor) বাঙালির ড্রয়িংরুমে ঢুকে পড়েছিলেন সিরিয়ালের নায়ক হিসেবে।

advertisement

আরও পড়ুন: 'সুব্রত দা'র দেহ দেখতে পারব না', পুজো ফেলে হাসপাতালে ছুটে এলেন মমতা

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের (Subrata Mukherjee Demise) পরে তাই বারবার আলোচনায় উঠে আসছে সেই ধারাবাহিক 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস'-এর নাম। যে সিরিয়ালে সুব্রতর উল্টোদিকে অভিনয় করেছিলেন মুনমুন সেন৷ সেই মুনমুন সেন সুব্রতর প্রয়াণের পর বলেছিলেন, (Moon Moon Sen Reaction on Subrata Mukherjee Demise) "মনটা খুব খারাপ। কিছু বলার অবস্থায় নেই।" গলায় অবশ্য লেগেছিল বন্ধু হারানোর যন্ত্রণা৷

advertisement

আরও পড়ুন: সুব্রত-প্রয়াণেও দিলীপ ঘোষ-তথাগত রায় সংঘাত প্রকাশ্যে, ট্যুইট ডিলিটে আরও বাড়ল জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

কিন্তু সেই বন্ধুকে শেষ না দেখে থাকতে পারলেন না মুনমুন। রবীন্দ্র সদনে উপস্থিত হলেন তিনি। ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি সুব্রত-র মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় বন্ধু মুনমুন সেনকে। কিছুক্ষণের মধ্যে রবীন্দ্র সদন থেকে বিদায় নেন তিনি। এরপর সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Moon Moon Sen and Subrata Mukherjee: ফিরে এল 'চৌধুরী ফার্মাসিউটিক্যালস' স্মৃতি, বন্ধুর কপাল ছুঁয়ে চোখের জল ফেললেন মুনমুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল