আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২০১৯-এর শুরুতেই রাজ্যে ষষ্ঠ পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা
গত কয়েক দিন ধরেই চলছে জ্বালা-যন্ত্রণা। একে জ্বালানির জ্বালা। তার উপর গরমের। সকাল থেকেই রোদ্দুরের চোখরাঙানি... ফ্যান বা এসি ছাড়া হাঁসফাঁস। রাস্তায় বের হলে নাভিশ্বাস। প্রতিদিনই ঘরে ফিরে মনে হয়, কবে দেখা পাব.... তোমায় নতুন করে পাব বলে... প্রতিদিন ঘেমেনেয়ে...তোমাকে চাই।
advertisement
আরও পড়ুন: দাদার সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন শিশু
কথা ছিল দেখা হবে। কিন্তু, কবে? এই গরমে কিছুই ভাল লাগে না। ইচ্ছে করে ছুটে চলে যাই প্যারামাউন্ট। ঘামের দুপুরে মুখোমুখি বসে আমে বরফে গলা ভেজাই। কিন্তু, এমন গরম, যে ইচ্ছেগুলোও শুকিয়ে যায়।
আরও পড়ুন: ঘোষিত হল সিবিএসই, যেভাবে জানা যাবে ফল
মঙ্গলবারও একই ভাবে দিনটা শুরু। সকাল সকাল রোদের কোঁচকানো ভুরু। হঠাৎ দুপুরে এল খবর। আকাশ চিঠি পাঠিয়েছে। ভেজা মেঘের খামে। বর্ষার চিঠি বঙ্গের নামে।
মঙ্গলেই কেরলে পা। বাংলা বেশি দূর নয়। আসছে বর্ষা। সাত থেকে ১০ দিনের মধ্যেই বঙ্গে বর্ষার আগমনী।