বুধবার অধিবেশন শুরু হতেই রাজ্যের নারীসুরক্ষা পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনে বিজেপি৷ তবে, অভিযোগ, সেই প্রস্তাব পাঠের অনুমতি মেলেনি৷ এরপরেই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়কেরা৷ অধিবেশন কক্ষে শ্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে দেখাতে ওয়াক আউট করে বিজেপি৷
অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মণিপুরের কথা বললেন৷ আমরাও ওই ঘটনার নিন্দা করি৷ কিন্তু, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না৷ ওঁরা কি বাংলার মেয়ে নয়? একমাত্র মুখ্যমন্ত্রীই বাংলার মেয়ে?’’
advertisement
অন্যদিকে, আলোচনার সময়ে কেন শ্লোগান তোলা হল, বিরোধীদের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির ওয়াকআউট নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন তিনি৷
মণিপুর নিয়ে বুধবারও উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন৷ সংসদে মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। একই বিষয়ে পৃথক ভাবে অনাস্থা প্রস্তাব পেশ করে কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-ও।
আরও পড়ুন: মণিপুর থেকে নারী সুরক্ষা! ফের সরগরম হতে চলেছে রাজ্য বিধানসভা, কী পরিকল্পনা বিজেপির?
বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিআরএসের হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন সাংসদ নামা নাগেশ্বর রাও। যদিও এই অনাস্থা প্রস্তাবে কোনও সমস্যা হবে না বিজেপির৷ কারণ ৩৩২ জন সাংসদের সমর্থন রয়েছে শাসকের পক্ষের দিকে।
বুধবার সকালে অধিবেশন শুরু হতেই মণিপুর নিয়ে লোকসভায় আলোচনার দাবি করে মুলতবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। রাজ্যসভায় আলোচনার দাবি জানান আপ সাংসদ রাঘব চাড্ডা, আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা, ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা।
বাদল অধিবেশন শুরু হওয়া ইস্তক মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি। বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার মুলতবি হয়েছে রাজ্যসভা এবং লোকসভা।
গত তিনমাস ধরে মণিপুরে সংখ্যাগুরু মেইতেই এবং পাহাড়ি উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ মেইতেইদের সংরক্ষণের আওতায় আনা থেকেই সমস্যার শুরু৷ সম্প্রতি, কুকি মহিলাদের নির্যাতনের একটি ভিডিও প্রকাশ্যে আসায় নিন্দায় সরব হয়েছে গোটা দেশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদ ভবনের বাইরে ঘটনার নিন্দায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ কিন্তু, বিরোধীদের দাবি, সংসদের অন্দরে এ নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী৷