তারই এক ঘনিষ্ঠ আত্মীয়ের মাধ্যমে ভিন রাজ্যে লাভের টাকা বিনিয়োগ করেছেন সুবীরেশ, দাবি সিবিআইয়ের। এই সূত্র ধরেই আগামী দিনে সুবীরেশের ওই আত্মীয়ের বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য শিক্ষক থেকে অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির সঙ্গে অতপ্রোত ভাবে জড়িত। বারে বারে আদালতে তথ্যপ্রমাণ দিয়ে দাবি করেছে সিবিআই।
advertisement
এবার এই সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে ভিন রাজ্যে টাকা সরানোর অভিযোগ আনল সিবিআই। আত্মীয়ের মাধ্যমে কোথায় কত লগ্নি করা হয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তার ওই আত্মীয় কতখানি লাভবান হয়েছেন সেই বিষয়টিও দেখছে সিবিআই।
প্রসঙ্গত নিজের আত্মীয়কে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে। কম নম্বর পেয়েও গ্রুপ সি পদে নিযুক্ত হয়েছেন সুবীরেশের আত্মীয়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
এই তথ্য সামনে আসতেই সুবীরেশের ওই আত্মীয়কে তলব করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, স্কুলের ক্লারিকাল পদে নিয়োগের জন্য গ্রুপ-সি পদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছিল এসএসসি। আর তাতেই দুর্নীতির অভিযোগ ওঠে। কী অভিযোগ? সিবিআই তরফে দাবি করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে অনেক অযোগ্য ও অনুত্তীর্ণ প্রার্থীদের। আবার কারও চাকরি হয়েছে বড় কর্তাদের সুপারিশে। নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে কম নম্বর পাওয়া সত্ত্বেও গ্রুপ সি পদে নিজের আত্মীয়র নিয়োগ সুনিশ্চিত করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য বলে অভিযোগ সিবিআইয়ের।
অমিত সরকার