শিলিগুড়ি থেকে ডার্বি দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক মোহনবাগান সমর্থকের ৷ জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌম্য মুখোপাধ্যায় ৷ ২১ বছরের যুবকের বাড়ি দক্ষিণনেশ্বরে ৷ গতকাল ম্যাচ দেখে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন সৌম্য ৷ এদিন সকালে বরাহনগর স্টেশনে নামর সময় পা পিছলে পড়ে যায় রেল লাইনে ৷ বেসামাল হয়ে প্লাটফর্মে পড়ে থাকা আলুর বস্তায় বাধা পেয়ে ফের ট্রেনের গায়ে সজোরে ধাক্কা খান এবং প্ল্যাটফর্ম থেকে লাইনের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা সকাল ৮:৩০ নাগাদ ৷ কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালেই ১১:১৫ নাগাদ তার মৃত্যু হয়েছে ৷ মোহানবাগান ক্লাবের তরফে সৌম্যের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ৷ হাসপাতালে গিয়ে মৃত যুবককে সম্মান জানিয়ে তাকে ফুল ও ক্লাবের পতাকা দেওয়া হয় মোহনবাগান ক্লাবের তরফে ৷
advertisement