TRENDING:

রবীন্দ্র সরোবরে টিকিটের দাম কমাতে রাজী নয় মোহনবাগান

Last Updated:

সরোবরে টিকিট দাম কমছে না। অবস্থানে অনড় থেকেই জানালেন বাগান কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সরোবরে টিকিট দাম কমছে না। অবস্থানে অনড় থেকেই জানালেন বাগান কর্তারা। অর্থ-সচিব দেবাশিস দত্তের দাবি, সব কিছু ঠিক থাকলে এই মাঠেই এএফসির ম্যাচ খেলবে মোহনবাগান।
advertisement

স্পনসর নেই। বলা ভাল আনতে ব্যর্থ কর্তারা। তার উপর সনি-জেজে-ডাফি-আনাস-কাটসুমির মতো তারকা। টাকার যোগান কী ভাবে হবে ? তাই রবীন্দ্র সরোবরে বাগান ম্যাচের টিকিটের দাম ঠিক হয়েছে ২০০ টাকা। মঙ্গলবার মিনার্ভার বিরুদ্ধে ঝড় দেখতে হাজিরা ছিল হাতে গোনা কয়েকজন দর্শক । অর্থ সচিব দেবাশিস দত্তের দাবি, সপ্তাহের কাজের দিনে ম্যাচ হওয়াতেই লোক সংখ্যা কম। তবে টিকিটের দাম কমানো সম্ভব নয়।

advertisement

আরও পড়ুন----

এএফসি-র ম্যাচ রবীন্দ্র সরোবরে করতে মরিয়া মোহনবাগান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে, সরোবরে বাকেট চেয়ার বসানোর জন্য। কর্তারা আশাবাদী, এএফসির ম্যাচের জন্য তাঁদের সাহায্য করবে ক্রীড়া দফতর। পাশাপাশি এই মাঠে ম্যাচ করার জন্য ফেডারেশনের কাছেও আবেদন করা হয়েছে। অর্থ-সচিবের দাবি, গোটা বিষয়ে তাঁদের পাশে আছেন ফেডারেশন কর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রবীন্দ্র সরোবরে টিকিটের দাম কমাতে রাজী নয় মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল