এএফসি-র ম্যাচ রবীন্দ্র সরোবরে করতে মরিয়া মোহনবাগান

Last Updated:

আই লিগের পর এবার এএফসি কাপের ম্যাচগুলিও রবীন্দ্র সরোবরে আয়োজন করতে মরিয়া মোহনবাগান ৷

#কলকাতা: আই লিগের পর এবার এএফসি কাপের ম্যাচগুলিও রবীন্দ্র সরোবরে আয়োজন করতে মরিয়া মোহনবাগান ৷ এর জন্য এএফসি-র গাইডলাইন্স মেনে সবকিছু করতে রাজি সবুজ-মেরুন ক্লাব ৷ এএফসি ম্যাচ আয়োজন করতে সবচেয়ে প্রথমেই প্রয়োজন স্টেডিয়ামে বাকেট সিট ৷ তার জন্য যুবভারতীতে বাতিল হয়ে যাওয়া বাকেট সিটগুলিও এবার রবীন্দ্র সরোবরে বসাতে উদ্যোগী মোহনবাগান ৷
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য এখন যুবভারতী ঢেলে সাজানোর কাজ চলছে ৷ এই সংস্কার কাজের ফলে যুবভারতীতে প্রায় সাড়ে চার হাজার বাকেট সিট বাতিল হয়েছে ৷ সেগুলিকেই এবার রবীন্দ্র সরোবরে বসানোর কাজটা সেরে ফেলতে চাইছে মোহনবাগান ৷বাকেট চেয়ারের পাশাপাশি এএফসি-র নির্দেশ মতো স্টেডিয়ামের প্রেসবক্সের জায়গাও পরিবর্তন করতে হবে ৷ সেই কাজই করার জন্য এখন নেমে পড়েছে ক্লাব ৷ মোহনবাগানের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সরোবরে বাকেট চেয়ার বসানো এবং প্রেস বক্স নতুন করে তৈরি করার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে ৷ এএফসি কাপ হবে এই মাঠেই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এএফসি-র ম্যাচ রবীন্দ্র সরোবরে করতে মরিয়া মোহনবাগান
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement