সোমবার ময়দানের সভাস্থলের প্রচারমঞ্চ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘পরিস্কার ভাবে বলতে হবে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’ একইসঙ্গে নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচি নিয়ে তৃণমূলনেত্রীর নীতির সমালোচনায় মুখর বাম নেতা ৷ মোদি-মমতা বৈঠকে কটাক্ষ করে বলেন, ‘সামনে এই নীতির বিরোধিতা করলেও তলে তলে চলছে দর কষাকষি ৷ ক্যা ক্যা ছি ছি৷ এখন হয়ে গেল কাছাকাছি ৷ মোদির সঙ্গে দেখা করেছেন একা একা। তার আগেই বলেছেন সর্বদলীয় আন্দোলনের কথা বলছেন। আবার মানুষকে বোকা বানাতে রাজ্যের বকেয়া নিয়ে বলতে গিয়েছি ৷ আসলে ছাত্রদের দেখে ভয় পেয়েছেন মোদী শাহ ও মমতা
advertisement
৷’
CAA-NRC বিরোধী আন্দোলনকারীদের সম্পত্তি ভাঙচুর না করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকেও কটাক্ষ সিপিএম নেতার ৷ বিধানসভায় সম্পত্তি ভাঙচুরের প্রসঙ্গ মনে করিয়ে বলেন, ‘মমতা বলছেন জাতীয় সম্পত্তি ভাঙবেন না। বিধানসভা কি বাপের সম্পত্তি ছিল?’ শুধু তৃণমূলনেত্রী নন রাজ্য বিজেপি নেতাও সেলিমের আক্রমণের নিশানায়, ‘দিলীপ ঘোষ বুদ্ধিজীবীদের কুত্তা কুকুর বলছে ৷ ওদের কুত্তাদের বিরুদ্ধে লাল কুর্তা বাহিনী লড়বে। এই দেশ কারো বাপের দেশ নয়। কাগজ দিয়ে নয় রক্তের বিনিময়ে এই জমির অধিকার মানুষের ৷ এখান থেকে কাউকে তাড়ানো যাবে না ৷’
গতকাল, রবিবারই কেরলের তিরুবন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে CAA, NRC এবং NPR -এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ ‘জবাব নেহি দেঙ্গে’ বা ‘জবাব দেব না’ স্লোগান নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বামপন্থী দল সিপিএম ৷ সম্প্রতি বরুণ গ্রোভারের CAA বিরোধী লেখা ‘হাম কাগজ নহি দেখায়েঙ্গে’। যার অর্থ, ‘আমি কাগজ দেখাব না’ কবিতাটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে ৷ এই কবিতার সঙ্গেই মিল রেখে সিপিএমের নয়া স্লোগান আমরা জবাব দেব না ৷