TRENDING:

কেউ NPR করতে এলে ডিটেনশন ক্যাম্পের ইট দিয়ে হিসেব আমরা বুঝে নেব: মহম্মদ সেলিম

Last Updated:

সোমবার ময়দানের সভাস্থলের প্রচারমঞ্চ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘পরিস্কার ভাবে বলতে হবে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতের নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নথিভুক্তিকরণ (এনপিআর) নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল রাজ্যের বাম নেতারা ৷ সিপিএম নেতা মহম্মদ সেলিমের হুঁশিয়ারি, ‘কেউ এনপিআর করতে এলে ডিটেনশন ক্যাম্পের ইট দিয়ে তাদের মাথার হিসেব নিতে হবে ৷ আমরা বুঝে নেব ৷’
advertisement

সোমবার ময়দানের সভাস্থলের প্রচারমঞ্চ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘পরিস্কার ভাবে বলতে হবে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’ একইসঙ্গে নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচি নিয়ে তৃণমূলনেত্রীর নীতির সমালোচনায় মুখর বাম নেতা ৷ মোদি-মমতা বৈঠকে কটাক্ষ করে বলেন, ‘সামনে এই নীতির বিরোধিতা করলেও তলে তলে চলছে দর কষাকষি ৷ ক্যা ক্যা ছি ছি৷ এখন হয়ে গেল কাছাকাছি ৷ মোদির সঙ্গে দেখা করেছেন একা একা। তার আগেই বলেছেন সর্বদলীয় আন্দোলনের কথা বলছেন। আবার মানুষকে বোকা বানাতে রাজ্যের বকেয়া নিয়ে বলতে গিয়েছি ৷ আসলে ছাত্রদের দেখে ভয় পেয়েছেন মোদী শাহ ও মমতা

advertisement

৷’

CAA-NRC বিরোধী আন্দোলনকারীদের সম্পত্তি ভাঙচুর না করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকেও কটাক্ষ সিপিএম নেতার ৷ বিধানসভায় সম্পত্তি ভাঙচুরের প্রসঙ্গ মনে করিয়ে বলেন, ‘মমতা বলছেন জাতীয় সম্পত্তি ভাঙবেন না। বিধানসভা কি বাপের সম্পত্তি ছিল?’ শুধু তৃণমূলনেত্রী নন রাজ্য বিজেপি নেতাও সেলিমের আক্রমণের নিশানায়, ‘দিলীপ ঘোষ বুদ্ধিজীবীদের কুত্তা কুকুর বলছে ৷ ওদের কুত্তাদের বিরুদ্ধে লাল কুর্তা বাহিনী লড়বে। এই দেশ কারো বাপের দেশ নয়। কাগজ দিয়ে নয় রক্তের বিনিময়ে এই জমির অধিকার মানুষের ৷ এখান থেকে কাউকে তাড়ানো যাবে না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতকাল, রবিবারই কেরলের তিরুবন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে CAA, NRC এবং NPR -এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ ‘জবাব নেহি দেঙ্গে’ বা ‘জবাব দেব না’ স্লোগান নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বামপন্থী দল সিপিএম ৷ সম্প্রতি বরুণ গ্রোভারের CAA বিরোধী লেখা ‘হাম কাগজ নহি দেখায়েঙ্গে’। যার অর্থ, ‘আমি কাগজ দেখাব না’ কবিতাটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে ৷ এই কবিতার সঙ্গেই মিল রেখে সিপিএমের নয়া স্লোগান আমরা জবাব দেব না ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেউ NPR করতে এলে ডিটেনশন ক্যাম্পের ইট দিয়ে হিসেব আমরা বুঝে নেব: মহম্মদ সেলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল