রবিবার অর্থাৎ ১২ জানুয়ারি সকাল সকালই বেলুড় মঠে যান তিনি ৷ দর্শন করেন ৷ পুজোও দেন ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে বক্তব্যও রাখেন মোদি ৷ বেলুড় মঠের মঞ্চ থেকে যুব সমাজে প্রতি নতুন ভারত গড়ার স্বপ্নের কথা বলেন ৷ বক্তব্যে উঠে আসে ডিজিটাল ইন্ডিয়ার কথায় ৷ বাদ পড়ল না, এই মুহূর্তের দেশের সবচেয়ে জলন্ত ইস্যু CAA ৷ CAA কে যুব সমাজের কাছে পৌঁছানোর জন্য বেলুড় মঠের মঞ্চকেই ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
এদিন মোদি বলেন, ‘যুবরাই পরিবর্তনের ভিত্তি ৷ CAA নিয়ে যুবসমাজ আলোচনা করছে ৷ যদিও অনেকেই বিভ্রান্তির শিকার ৷ নাগরিকত্ব নিয়ে রাতারাতি আইন আনেনি সরকার ৷ CAA নাগরিকত্ব কাড়বে না, দেবে ৷ পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার ৷ সেই শরণার্থীদের কি ফিরিয়ে দিতে পারে ৷ কারওর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে না ৷ ’
বেলুড় মঠের মঞ্চ থেকে মোদি আরও জানান, ‘বেলুড় মঠে আসা মানে তীর্থযাত্রা ৷ বেলুড়ে আসা মানে নিজের ঘরে আসা ৷ বেলুড়ে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ ৷ স্বামী আত্মস্থানন্দের জন্য আমি এ জায়গায় ৷ স্বামীজির আদর্শই এখানে টেনে আনে ৷ স্বামীজির দেখানো পথেই এগোতে হবে ৷ এই কাজ একবারে করা সম্ভব নয় ৷ এই কাজ অবিরত করে যেতে হবে ৷ দেশের পরিবর্তন চোখে পড়ছে৷ দুর্নীতির বিরুদ্ধে যুবদের লড়াই দেখেছে দেশ ৷’