TRENDING:

‘CAA নাগরিকত্ব কাড়বে না, দেবে’, যুব সমাজকে বার্তা মোদির

Last Updated:

যুব সমাজের কাছে পৌঁছানোর জন্য বেলুড় মঠের মঞ্চকেই ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা শহর জুড়ে গো ব্যাক মোদি স্লোগান ৷ ধর্মতলা মোড়ে পড়ুয়াদের ধর্না-সমাবেশ ৷ অন্যদিকে শনিবার রাতে বেলুড় মঠের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে রাত্রি যাপন করলেন নরেন্দ্র মোদি ৷ ডিনার সারলেন রামকৃষ্ণ মিশনের ভোগ দিয়েই ৷
advertisement

রবিবার অর্থাৎ ১২ জানুয়ারি সকাল সকালই বেলুড় মঠে যান তিনি ৷ দর্শন করেন ৷ পুজোও দেন ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে বক্তব্যও রাখেন মোদি ৷ বেলুড় মঠের মঞ্চ থেকে যুব সমাজে প্রতি নতুন ভারত গড়ার স্বপ্নের কথা বলেন ৷ বক্তব্যে উঠে আসে ডিজিটাল ইন্ডিয়ার কথায় ৷ বাদ পড়ল না, এই মুহূর্তের দেশের সবচেয়ে জলন্ত ইস্যু CAA ৷ CAA কে যুব সমাজের কাছে পৌঁছানোর জন্য বেলুড় মঠের মঞ্চকেই ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

advertisement

এদিন মোদি বলেন, ‘যুবরাই পরিবর্তনের ভিত্তি ৷ CAA নিয়ে যুবসমাজ আলোচনা করছে ৷ যদিও অনেকেই বিভ্রান্তির শিকার ৷ নাগরিকত্ব নিয়ে রাতারাতি আইন আনেনি সরকার ৷ CAA নাগরিকত্ব কাড়বে না, দেবে ৷ পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার ৷ সেই শরণার্থীদের কি ফিরিয়ে দিতে পারে ৷ কারওর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে না ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বেলুড় মঠের মঞ্চ থেকে মোদি আরও জানান, ‘বেলুড় মঠে আসা মানে তীর্থযাত্রা ৷ বেলুড়ে আসা মানে নিজের ঘরে আসা ৷ বেলুড়ে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ ৷ স্বামী আত্মস্থানন্দের জন্য আমি এ জায়গায় ৷ স্বামীজির আদর্শই এখানে টেনে আনে ৷ স্বামীজির দেখানো পথেই এগোতে হবে ৷ এই কাজ একবারে করা সম্ভব নয় ৷ এই কাজ অবিরত করে যেতে হবে ৷ দেশের পরিবর্তন চোখে পড়ছে৷ দুর্নীতির বিরুদ্ধে যুবদের লড়াই দেখেছে দেশ ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘CAA নাগরিকত্ব কাড়বে না, দেবে’, যুব সমাজকে বার্তা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল