প্রধানমন্ত্রী এদিন দমদমের সভা মঞ্চ থেকে স্পষ্ট আক্রমণ ছুড়ে দেন, “বাংলার জন্য যে টাকা আমরা রাজ্য সরকারকে সরাসরি দিই তার বেশিরভাগ লুঠ করে নেওয়া হয়। যে অর্থ দিল্লি সরকার বিভিন্ন প্রকল্পের জন্য দেয় সেই টাকা আপনাদের জন্য খরচ হয় না, সেই টাকা মহিলাদের জীবন সহজ করার জন্য ব্যবহার হয় না, সেই টাকা তৃণমূলের নেতাদের ঘরে চলে যায়। আর সেই কারণেই বাংলা পিছিয়ে যাচ্ছে।”
advertisement
মোদি তাঁর ভাষণে বলেন, “কিছু বছর আগে ত্রিপুরা ও অসমেও একই অবস্থা ছিল। কিন্তু আজ বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে সব বাড়িতে জল। আয়ুষ্মান যোজনার টাকা পাচ্ছে সকল গরিব মানুষ। তাই বাংলার মানুষ সব কেন্দ্রীয় যোজনার পরিষেবা পেতে হলে বাংলায় যত তাড়াতাড়ি সম্ভব বিজেপির সরকার প্রয়োজন। টিএমসি যাবে, বিজেপি আসবে।”
মোদির কথায়, “বাংলায় উন্নয়নে বড় বাধা রয়েছে৷ যে পয়সা আমরা পাঠাই, সেই টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ করা হয়৷ এই কারণে গরিবদের কল্যাণমূলক প্রকল্পে বাংলা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে আছে৷ অসম, ত্রিপুরাতেও একই অবস্থা ছিল, কিন্তু দুই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুবিধা ওই দুই রাজ্যের গরিব জনতা পাচ্ছেন৷ বাংলার মানুষের কাছে আগামী দিনে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এখানেও বিজেপি সরকারের ক্ষমতায় আসা প্রয়োজন৷