আরও পড়ুনঃ NEET-এ কম নম্বরেও করতে পারবেন MBBS! খরচা ভীষণ কম, গুণমানে সেরা দেশের এই ২০ বেসরকারি মেডিক্যাল কলেজ
অন্যদিকে, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড৷ ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ পাল্টা চার জন বিজেপি বিধায়ককে একসঙ্গে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্যও মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ৷ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বের করে দিতে গেলে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, এমন কি মারামারি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন৷ যে চার বিজেপি বিধায়ককে এ দিন সাসপেন্ড করেন অধ্যক্ষ, তাঁরা হলে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন৷