বিধানসভায় অধিবেশনের শেষ দিনে অভিনব পাঞ্জাবি পরে বিধানসভায় আসেন বিধায়ক। এই ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যাঙ্গ করলেন বিধায়ক ইদ্রিস আলি। পুজোয় এবার নতুন পাঞ্জাবি। 'CBI ED don't touch my body' লেখা পাঞ্জাবি পরে বিধানসভায় ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। ইদ্রিসের পাঞ্জাবি ঘিরে আগ্রহ তুঙ্গে।
advertisement
বিজেপি নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার সেই বহু চর্চিত মন্তব্য নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতি তোলপাড় হয়। বিরোধী শিবিরের নানাবিধ কটাক্ষ ছুটে আসে বিরোধী দলনেতার দিকে। আলোচনা-সমালোচনা তুঙ্গে ওঠে এই নিয়ে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইডি-র দৌরাত্ম বা 'অতি সক্রিয়তা' নিয়েও সমালোচনা ও প্রতিবাদের ঝড় তুলেছে শাসক দল। এবার এই দুই ইস্যুকেই পুজোর পাঞ্জাবিতে তুলে ধরে চমকপ্রদ প্রতিবাদ দেখালেন ইদ্রিস আলি।
আরও পড়ুন: অর্পিতা মা হতে চেয়েছে শুনে আকাশ থেকে পড়লেন মা! তারপরেই বিস্ফোরণ!
আরও পড়ুন: কমিশনের 'ভাবমূর্তি' উজ্জ্বল করতে 'বড়' পদক্ষেপ। স্বচ্ছতা বাড়াতে মরিয়া এসএসসি চেয়ারম্যান
বিধানসভায় অধিবেশনের শেষ দিনে এই নিয়েই অভিনব পাঞ্জাবি পরে বিধানসভায় আসেন মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি | বহু চর্চিত মন্তব্য এর পাশাপাশি ইডি সিবিআই সহ বিভিন্ন বিষয় লেখা লাল কালিতে | এই ভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যাঙ্গ করলেন বিধায়ক ইদ্রিস আলি। তিনি জানান বিরোধীদের প্রতিবাদ জানাতেই এই পথ নিয়েছেন তিনি। এদিন বিধানসভার সামনে নেচেও দেখান ইদ্রিস আলি।