ডায়মণ্ডবারবারের বিধায়ক দীপকের সঙ্গে দলের দূরত্ব বেড়েছিল অনেকদিনই। দক্ষিণ চব্বিশ পরগণয়া দাপিয়ে সংগঠনের কাজ করা দীপক ম সম্প্রতি নিজের এলাকাতেই ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ। এরই মধ্যে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যাওয়ায় জল্পনা চরমে উঠেছিল। অনেকেই ধরে নিয়েছিলেন শোভন অনুগামী দীপকের দলত্যাগ প্রায় অবশ্যম্ভাবী। শো-কজের মুখে পড়ে দীপক অবশ্য বলেছিলেন নেহাত সৌজন্য সাক্ষাৎ। কিন্তু শেষমেশ জল্পনাই সত্য হল।
advertisement
সূত্রের খবর আগামীকাল বারুইপুরের যোগদান মেলায় বিজেপিতে যোগ দিতে পারেন দীপক হালদার। তাঁর যোগদান পর্বে মঞ্চে থাকবেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়। এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। হাওড়া থেকে তিনি তারিখ ঘোষণা করেই বলেছিলেন তৃণমূলের কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগণা অংশে ভাঙন ধরাবে এবার বিজেপি। কাজেই শুভেন্দু যে প্রকারন্তরে দীপকের কথাই বলছেন তা ধরেই নিয়েছিলেন অনেকে।
কিন্তু সূত্রের খবর আগামীকালের সভায় থাকছেন না শোভন চট্টোপাধ্যায়। বেহালায় বিজেপির একটি মিছিলে প্রতিনিধিত্ব করবেন তিনি।সেক্ষেত্রে শোভন ছাড়াই পদ্মাসনে বসবেন দীপক।
উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগণায় বিজেপি কার্যত ধরাশায়ী হয় লোকসভা ভোটে। অভিষেকের রাজত্বে ফাটল ধরাতে মুখ খুঁজছিল বিজেপি। শোভন চট্টোপাধ্যায়কে সেই কাজে সবচেয়ে নির্ভরযোগ্যমুখ মনে করেছে গেরুয়া শিবির, আর তৃণমূল ফেরত, বিশ্বস্ত অনুচর দীপক হয়ে উঠতে পারেন তাঁরই ঢাল, এমনটাই মত রাজনৈতিক মহলের।
