TRENDING:

EXCLUSIVE: দেবীপক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির, ‘মুখ’ মিঠুন চক্রবর্তী

Last Updated:

'মহাগুরু' মিঠুনকে শুধুমাত্র প্রাক পুজোর জনসংযোগ কর্মসূচিতেই কাজে লাগানো নয়, আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেও তাঁকে প্রচারের কাজে নামানো হবে বলেও বিজেপি সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: দেবীপক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি। কর্মসূচির 'মুখ' মিঠুন চক্রবর্তী। রাজ্যে একাধিক প্রাকপুজো কর্মসূচি পালনের ভাবনা বিজেপির। উৎসবের মরশুমে জনসংযোগের লক্ষ্যে মিঠুন চক্রবর্তীকে হাজির করে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।
দেবীপক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির, ‘মুখ’ মিঠুন চক্রবর্তী
দেবীপক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির, ‘মুখ’ মিঠুন চক্রবর্তী
advertisement

উৎসবের মরশুমে রাজনৈতিক আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকলেও নিবিড় জনসংযোগ চালিয়ে যেতে হবে, কলকাতায় গত দু’দিন ধরে চলা সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে এমনই নির্দেশ জারি করা হয়েছে বঙ্গ বিজেপিকে বলে সূত্রের খবর। আর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক পুজোয় বিশেষ জনসংযোগ কর্মসূচির ভাবনা বাংলার পদ্ম নেতাদের।

advertisement

আরও পড়ুন- রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

সূত্রের খবর, ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে এ ব্যাপারে এক প্রস্থ আলোচনা সেরে ফেলেছ বিজেপি নেতৃত্ব। জনসংযোগ কর্মসূচিতে অংশ নিতে রাজি হয়েছেন মিঠুন চক্রবর্তী বলেও জানা গিয়েছে। তবে বিশেষ জনসংযোগ কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মিঠুন চক্রবর্তী কখন সময় দিতে পারবেন তার ওপরই নির্ভর করছে গোটা কর্মসূচির পরিকল্পনা। যদিও বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রাক পুজোর বিশেষ জনসংযোগ কর্মসূচি পালনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন- তাজপুর বন্দরের ভবিষ্যৎ উজ্জ্বল, রিপোর্ট দিয়েছিল বিশেষজ্ঞ সংস্থা

কলকাতা ও সংলগ্ন এলাকায় মিঠুন চক্রবর্তীকে মুখ হিসেবে তুলে ধরে জনসংযোগ কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি। কর্মসূচিতে অংশ নিতে উত্তরবঙ্গেও যেতে পারেন বলে খবর। গত বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে গেরুয়া শিবিরের একাধিক প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল। যদিও তারপর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয়ই ছিলেন মিঠুন। তবে সম্প্রতি কলকাতায় এসে বিজেপির রাজ্য দফতর মুরলিধর লেনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, দল যেভাবে তাঁকে বলবে সেভাবে তিনি কাজ করবেন। তারপর থেকে বাংলার সক্রিয় রাজনীতিতে বিজেপির প্রাক পুজো উপলক্ষে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে মিঠুন চক্রবর্তীর ইমেজকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

উৎসবের মরশুমে বাঙালি ও বাংলার আবেগ মিঠুন চক্রবর্তী বলে মনে করছে দল। সেই জায়গা থেকেই মিঠুনকে বিজেপির অন্যতম 'মুখ' হিসেবে প্রজেক্ট করে রাজনৈতিক ফসল তুলতে চাইছে বাংলার পদ্ম শিবির বলেই মনে করছে রাজনৈতিক মহল। 'মহাগুরু' মিঠুনকে শুধুমাত্র প্রাক পুজোর জনসংযোগ কর্মসূচিতেই কাজে লাগানো নয়, আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেও তাঁকে প্রচারের কাজে নামানো হবে বলেও বিজেপি সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: দেবীপক্ষে বিশেষ জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির, ‘মুখ’ মিঠুন চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল