TRENDING:

Mithun Chakraborty: লোকসভা ভোটে প্রার্থী নয়, দলের হয়ে প্রচারের ময়দানে থাকবেন 'মহাগুরু' মিঠুন

Last Updated:

Mithun Chakraborty: 'আগামী লোকসভা ভোটে প্রার্থী হব না, প্রচারে থাকব' হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘আগামী লোকসভা ভোটে প্রার্থী হব না, প্রচারে থাকব’ হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। দল বললেই লাগাতার বিজেপির হয়ে প্রচারে দেখা যাবে বলেই জানালেন  বাঙালির ডিস্কো ড্যান্সার মিঠুন। কিন্তু কেন ভোটে দাঁড়াবেন না? সে বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি যদি ভোটে দাঁড়াই তাহলে ৪২ টা সিটে কি হবে।” তারই সঙ্গে তিনি জানিয়ে দেন, দল যদি প্রচারের জন্য রাজ্যের বাইরে যেতে বলেন সেখানেও যাবেন।’
কথাবার্তা ঘুম খাওয়া-দাওয়া সবই স্বাভাবিক। ফল ও সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসকরা তাঁকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে বলেছেন।
কথাবার্তা ঘুম খাওয়া-দাওয়া সবই স্বাভাবিক। ফল ও সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসকরা তাঁকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে বলেছেন।
advertisement

সামনেই লোকসভা নির্বাচন। বিজেপির প্রার্থী তালিকায় কি চমক থাকছে তা দেখার। ইতিমধ্যে সে পার্টি তালিকার নাম দেখা গিয়েছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। তবে এর মধ্যেই টালবাহানা দেখা যাচ্ছিল দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে। গত কিছু দিন ধরেই দলের হয়ে ভোটে না লড়ার ইঙ্গিত দিচ্ছিলেন দেব।

আরও পড়ুন-                               একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

advertisement

আরও পড়ুন-                               একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

দিনকয়েক আগে ঘাটালের তিনটি প্রশাসনিক পদ— ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দেন সাংসদ। তারপরেই সোশ্যাল মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ‘সংসদে আমার শেষ দিন।’ এতেই অনেকের মনে হয়েছিল, ঘাটাল থেকে আসন্ন লোকসভায় দেব যে আর দাঁড়াতে চাইছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছে।  তবে সরকারিভাবে সে বিষয়ে কোনও মুখ খোলেনি সাংসদ অভিনেতা। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরে সব জল্পনার অবসান ঘটিয়ে দেব বলেন, “আবার হয়তো ঘাটাল থেকে লড়ব। দেব প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, ‘দেব খুব বুদ্ধিমান ছেলে। ভাল ছেলে। তবে রাজনৈতিক বিষয় নিয়ে আমি  কিছু বলব না।’

advertisement

প্রজাপতি সিনেমায় দেবের বাবার অভিনয় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তবে সেই সিনেমা কলকাতার নন্দনে চলে নি। যা নিয়ে শুরু হয়েছিল তর্জা। কিন্তু ওই সময় থেকেই দেব এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তাই মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি শুনে তাকে দেখতেও আসেন দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে হাসপাতালে আসেন দেব। মিঠুন চক্রবর্তীকে দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, এর আগের দিনও আমি বলেছিলাম যে, আমি চাইলেই যে বেরিয়ে যাব, বা ভোটে দাঁড়াব না, সেটা হবে না৷ দিদির মতামতও খুব গুরুত্বপূর্ণ৷ তবে আজকে একটা কথাই বলব, ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: লোকসভা ভোটে প্রার্থী নয়, দলের হয়ে প্রচারের ময়দানে থাকবেন 'মহাগুরু' মিঠুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল