শনিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করতে রাজভবনে যান মিঠুন। স্বাভাবিক কারণেই ওই সাক্ষাৎকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও মিঠুনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল ডেকে পাঠানোতেই রাজভবনে গিয়েছেন তিনি। রাজভবনের তরফেও একে সৌজন্য সাক্ষাৎই বলা হয়েছে। যদিও জল্পনা তাতে থামছে না।
বাংলার বিধানসভা নির্বাচন শুরু হওয়ার মাত্র দিন কয়েক আগে নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জনসভা থেকে রোড শো, নানা প্রান্তে তাঁকে প্রচারে পাঠিয়েছে গেরুয়া শিবির। যদিও টিকিট নিয়ে ভোটে লড়েননি মিঠু। বরং পাহাড় থেকে সমতল সর্বত্রই প্রচার সেরেছেন তিনি। তবে, মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভায় তিনি আসবেন কিনা, সেই প্রশ্নের উত্তর বরাবরই কৌশলে এড়িয়ে গিয়েছেন 'মহাগুরু'। আর ভোটের ফলাফলের আগেই রাজভবনে তাঁর আগমন নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
সূত্রের খবর, রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে যান মিঠুন। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়। মিঠুন চক্রবর্তী নাকি করোনা আক্রান্ত, এই খবরে গত মঙ্গলবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও কোভিড পজিটিভ হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী, অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আসলে মিঠুর নামের সঙ্গে মিঠুনের নামের মিল থাকায় ও দুজনের পদবি এক হওয়ায় অনেকেই ভেবেছিলেন করোনা আক্রান্ত মিঠুন!
