কলকাতা: ঘরোয়া কোন্দলে জর্জরিত বিজেপি। দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে ময়দানে মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার উত্তর কলকাতায় সংগাঠনিক বৈঠক থেকে দলাদলি ছেড়ে এক হয়ে লড়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে পরক্ষণে দক্ষিণ কলকাতায় তার সামনেই দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে।
advertisement
সূত্রের খবর, দলাদলি ছেড়ে সকলকে এক হয়ে লড়ার বার্তা কড়া ভাষায় দিয়েছেন মিঠুন। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, ”দলাদলি ছেড়ে কাজে নামুন, অমুক দাদা, তমুক দাদা নয়, নরেন্দ্র মোদি আমাদের একজন এবং সকলের দাদা। আমি নিচু স্তর থেকে সংগঠন মজবুতের কাজে নেমেছি। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা সহযোগিতা করুন। নতুন পুরনো কেউ নয়, আমরা সকলে বিজেপি।”
মিঠুনের কথায়, ”কোনও মতভেদ হলে দলের অন্দরে জানান, প্রকাশ্যে নয়।” দলের কর্মসূচি করলে লোক পাওয়া যায় না, এমন অভিযোগে এসেছে মিঠুন চক্রবর্তীর কাছে।
বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ”চায়ের দোকানে বসুন, পাড়ায় পাড়ায় সকলের সমস্যায় পাশে দাঁড়ান।” মিঠুন চক্রবর্তী এমনই পরামর্শ দিয়েছেন কর্মীদের দলের সাংগঠনিক বৈঠক থেকে।