TRENDING:

ভিনরাজ্যের নিখোঁজ মহিলা উদ্ধার কাঁকুড়গাছিতে

Last Updated:

কলকাতায় ঘুরতে এসে নিখোঁজ হয়ে যান ভিনরাজ্যের মহিলা ৷ বিশাখাপত্তনম থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি বলে জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় ঘুরতে এসে নিখোঁজ হয়ে যান ভিনরাজ্যের মহিলা ৷ বিশাখাপত্তনম থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি বলে জানা গিয়েছে ৷ রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে বিকেলে  ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যান ৷ তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল শৌচাগারে যান তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর ৷
advertisement

অনেকক্ষণ সেখানে খোঁজ করার পরও তার কোনও হদিশ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয় মহিলার পরিবার ৷ হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করে পরিবার ৷ এরপর তাকে কাঁকুড়গাছিতে থেকে উদ্ধার করে পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশকে মহিলা জানিয়েছেন যে শৌচাগার থেকে বেড়িয়ে তার পরিবারের সদস্যদের না খুঁজে পেয়ে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠেন তিনি ৷ ওই ট্যাক্সিচালক তার সোনার দুল ও হার হাতিয়ে নেয় ৷ পরে এক অটোচালক ওই মহিলাকে দিশাহীন ভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সাহায্য করতে এগিয়ে আসে ৷ মহিলা তাকে পুরো বিষয়টি জানালে অটোচালকই তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যান ৷ সেখান থেকে খবর যায় হেস্টিংস থানায় ৷ রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিনরাজ্যের নিখোঁজ মহিলা উদ্ধার কাঁকুড়গাছিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল