TRENDING:

Minor Death Case: ১৫ দিনে ১৫ লাখ টাকা! মল্লারপুরে নাবালকের মৃত্যুতে রেকর্ড ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Minor Death Case: মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
নাবালকের মৃত্যুতে ক্ষতিপূরণের  নির্দেশ হাইকোর্টের
নাবালকের মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
advertisement

এই মামলায় পুলিশের ভূমিকার সমালোচনা করে উচ্চ আদালত। হাই কোর্টের নির্দেশ, আগামী দিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতে হবে পুলিশকে।

আরও পড়ুন: 'কোন কোন মন্ত্রী... কই, মুখ খুলুন?' রাজু ঝা হত্যা নিয়ে বেনজির কটাক্ষ মমতার! ছুড়ে দিলেন প্রশ্ন

২০২০ সালের ২৯ অক্টোবর বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, থানার একটি ঘরে রাখা হয়। সেখান থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

advertisement

২০২০ সালের ২৯ অক্টোবরের ঘটনা। এই ঘটনায় মল্লারপুরে নাবালকের হেফাজতে মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্ট। ১৮ শুনানির পর অবশেষে রায় ঘোষণা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম ডিভিশন বেঞ্চ-এর। সাম্প্রতিক সময়ে রাজ্যে রেকর্ড গড়ল হেপাজতে মৃত্যুতে বিরাট অঙ্কের এই ক্ষতিপূরণ।

অর্ণব হাজরা

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Minor Death Case: ১৫ দিনে ১৫ লাখ টাকা! মল্লারপুরে নাবালকের মৃত্যুতে রেকর্ড ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল